Corossol Tree Benefits: চিনে নিন এই গাছ ও ফল! ক্যানসারের 'মহা-ওষুধ'! কোথায় পাবেন? জানুন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Corossol Tree Benefits: ক্যানসার প্রতিষেধক হিসেবে এই গাছের ফল বিশেষজ্ঞদের বহুবিদ মতামত পাওয়া যায়। অনেক দেশেই এ ফলটি ক্যানসার প্রতিরোধক ফল হিসেবে পরিচিত।
advertisement
1/5

ক্যানসার প্রতিরোধক করোসল গাছ বাড়িতে রাখুন আজই। ক্যানসার চিকিৎসায় কেমোথেরাপি অন্যতম। এই চিকিৎসা চলাকালীন ক্যানসার রোগীদের কারো কারো শরীরের সব লোম উঠে যায়। শরীর দুর্বলও হয়ে যায়। কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা। দিতে হয় কেমোথেরাপি। তবে এই ক্যানসার প্রতিরোধে অন্যান্য ভূমিকা রাখতে পারে এক বিস্ময় গাছ যার নাম হলো করোসল।
advertisement
2/5
মরণব্যাধি রোগের প্রতিষেধক গাছ করোসল গাছের দেখা মিলল বসিরহাটের বসিরহাটের কল বাড়ি এলাকার ভেষজ উদ্ভিদবিদ অরবিন্দ মন্ডল বাড়িতেই রোপন করেছেন এই গাছ। বাজারে ভাল চাহিদা থাকায় এই গাছ চাষ করে মোটা মুনাফা করতে বাণিজ্যিকভাবেও চাষ করা যেতে পারে এই গাছের।
advertisement
3/5
করোসল অ্যানোনা মিউরিকাটা গোত্রের একটি ফল যা অনেক ক্ষেত্রেই ক্যামোথেরাপির কাজ করে থাকে। ক্যানসার প্রতিষেধক হিসেবে এ ফলের পক্ষে বিশেষজ্ঞদের বহুবিদ মতামত পাওয়া যায়। অনেক দেশেই এ ফলটি ক্যানসার প্রতিরোধক ফল হিসেবে পরিচিত।
advertisement
4/5
এই গাছের ফল যা অনেক ক্ষেত্রেই কেমোথেরাপির কাজ করে থাকে। করোসল গাছের বিশেষ যৌগ ক্যানসারের কোষের বৃদ্ধি রুখে দেয়, যার ফলে ক্যানসার কোষ আর বাড়তে পারে না বলে মত বিশেষজ্ঞদের।
advertisement
5/5
অরবিন্দ মন্ডল শুধুমাত্র গাছের সংগ্রহ নয়, সেই গাছ থেকে চারাগাছও তৈরি করছেন। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার প্রত্যন্ত এলাকায় বহু মূল্যবান এই গাছ বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন। (তথ্য-জুলফিকার মোল্যা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Corossol Tree Benefits: চিনে নিন এই গাছ ও ফল! ক্যানসারের 'মহা-ওষুধ'! কোথায় পাবেন? জানুন