ব্যাঙ্ক-নোট, স্টিলের বাস্নে ২৮ দিন বেঁচে থাকে করোনাভাইরাস, সতর্ক থাকাই ভাল
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
করোনা-আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত স্টেনলেস স্টিল এবং কাঁচের বাসন এক মাস মতো স্পর্শ করা উচিত নয়
advertisement
1/10

করোনাভাইরাস নিয়ে সারা বিশ্বজুড়ে চলছে নিরলস গবেষণা। রোজই প্রকাশ্যে আসছে নানা অজানা তথ্য। সম্প্রতি গবেষণায় ধরা পড়ল যে ব্যাঙ্ক-নোট আর স্টেনলেস স্টিলের উপরে প্রায় ২৮ দিন বেঁচে থাকতে পারে এই ভাইরাস।
advertisement
2/10
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় বিজ্ঞান সংস্থা সিএসআইআরও-র গবেষণায় ধরা পড়েছে এই তথ্য। গবেষণায় সাহায্য করেছে অস্ট্রেলিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিপেয়ারডনেস। ভিক্টোরিয়া শহরে চালানো গবেষণা আরও বলেছে এই মারণ ভাইরাস ঠাণ্ডা তাপমাত্রায় নিজেকে বেশি মানিয়ে নিতে পারে।
advertisement
3/10
স্টেনলেস স্টিল, কাঁচ- এই সব পদার্থের উপরিতল মসৃণ হওয়ায় এর উপরে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে কোভিড ১৯ ভাইরাস। বরং সুতির কাপড়ের উপরিতল ততটা মসৃণ না হওয়ায় অতক্ষণ বেঁচে থাকতে পারে না।
advertisement
4/10
বায়ুবাহিত কণায় ঘন্টা তিনেক বেঁচে থেকে সংক্রমিত হওয়ার ক্ষমতা রাখে এই ভাইরাস।
advertisement
5/10
সিএসআইআরও এখন বলছে করোনা-আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত স্টেনলেস স্টিল এবং কাঁচের বাসন এক মাস মতো স্পর্শ করা উচিত নয়। আগে তিন দিনের কথা উল্লেখ করেছিল বিভিন্ন গবেষক দল।
advertisement
6/10
সাধারণ ইনফুলেঞ্জা বা 'কমন কোল্ড' করোনা ভাইরাসের তুলনায় কোভিড ১৯ ভাইরাসের প্রভাব রোগীর দেহে অন্তত ১০ দিন বেশি থাকে বলে জানা গিয়েছে।
advertisement
7/10
সাম্প্রতিক এক গবেষণায় উঠে এল আরও এক নতুন তথ্য। মানবদেহের ত্বকের উপরে ৯ ঘণ্টা বাঁচতে পারে কোভিড ১৯ ভাইরাস। সাধারণ ফ্লু ভাইরাসের কিন্তু এতক্ষণ মানবত্বকের উপরে বেঁচে থাকার ক্ষমতা নেই।
advertisement
8/10
জাপানের কিয়োতো প্রিফেকচুয়াল ইউনিভার্সিটি অফ মেডিসিনের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। সাধারণ ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস ত্বকের উপরে বড় জোর ২ ঘণ্টা কাজ করতে পারে। ক্লিনিক্যাল ইনফেকশন ডিজিজ জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড ১৯, এই দুই ধরনের ভাইরাসই স্যানিটাইজার বা সাবান জলের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়।
advertisement
9/10
যায়। ৮০ শতাংশ ইথানল রয়েছে এমন জীবাণুনাশক স্প্রে বা তরল ব্যবহার করলেই আর বেঁচে থাকতে পারে না সার্স কোভিড ২ ভাইরাস।
advertisement
10/10
প্রসঙ্গত, তাপের সঙ্গে কোভিড ১৯ ভাইরাসের বেঁচে থাকার সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ উচ্চ তাপমাত্রায় এই ভাইরাস ধ্বংস হয়ে যায়। তাপমাত্রা কমতে থাকলে অ্যাক্টিভ হয়ে ওঠে এই ভাইরাস।