TRENDING:

Kitchen Hacks to Reduce LPG Use: হেঁসেলে কিছু নিয়ম মানলেই কেল্লা ফতে! রান্নার গ্যাসের খরচ কমবে হু হু করে, বাঁচবে আপনার টাকা

Last Updated:
Kitchen Hacks to Reduce LPG Use: কিছু সাধারণ নিয়ম আছে। সেগুলি মানলেই কেল্লা ফতে। গ্যাসের খরচ কমতে বাধ্য।
advertisement
1/10
হেঁসেলের কিছু নিয়মেই কেল্লা ফতে! রান্নার গ্যাসের খরচ কমবে হু হু করে, বাঁচবে টাকা
ইন্ডাকশন আভেন, ওটিজি, মাইক্রোওয়েভ আভেন-সহ একাধিক বন্দোবস্ত থাকলেও এখনও ভারতীয় হেঁসেলের মূল ভরসা রান্নার গ্যাস। কিন্তু গ্যাসের সিলিন্ডারের আকাশছোঁয়া দামে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত পরিবারে।
advertisement
2/10
দিনকে দিন বেড়েই চলেছে গ্যাসের সিলিন্ডারের দাম। সিলিন্ডার দীর্ঘজীবী করতে গৃহিণীদের চেষ্টার শেষ নেই। কিন্তু কিছু সাধারণ নিয়ম আছে। সেগুলি মানলেই কেল্লা ফতে। গ্যাসের খরচ কমতে বাধ্য।
advertisement
3/10
যে বাসনে রান্না করবেন তার তলভাগ যেন শুকনো থাকে৷ নয়তো বাসনের ভিজে অংশ শুকিয়ে তার পর রান্না পর্ব শুরু হতে বেড়ে যায় গ্যাসের খরচ ৷
advertisement
4/10
গ্যাসের আভেনের বার্নার, পাইপ রেগুলেটর নিয়মিত পরীক্ষা করে দেখুন৷ যাতে কোথাও গ্যাস লিক করার সম্ভাবনা না থাকে ৷ যদি কোথাও লিক ধরা পড়ে সঙ্গে সঙ্গে মেকানিক ডেকে ঠিক করান ৷
advertisement
5/10
সব সময় কম আঁচে পাত্র ঢেকে রান্না করুন ৷ এতে গ্যাস কম খরচ হবে ৷ রান্নাও হবে দ্রুত ৷
advertisement
6/10
যদি সারা দিনে অনেক বার গরম লাগে, তাহলে থার্মোফ্লাস্ক ব্যবহার করুন ৷ এতে বার বার গ্যাস পুড়িয়ে জল গরম করার খরচ ও সময় দুই-ই বাঁচবে ৷
advertisement
7/10
যত সম্ভব বেশি করে প্রেশার কুকার ব্যবহার করুন ৷ তাহলে খাবার দ্রুত সিদ্ধ হবে ৷ রান্নার সময় ও গ্যাস বাঁচবে দুটোই ৷
advertisement
8/10
রান্না শুরুর আগে সব যোগাড় করে নিন ৷ গ্যাস জ্বালিয়ে তার পর রান্নার সাজ সরঞ্জাম তৈরি করতে বসবেন না ৷ কুটনো কাটার পর তরি তরকারি ভিজিয়ে রাখুন ৷ তাহলে সিদ্ধ হবে দ্রুত ৷
advertisement
9/10
ফ্রিজের ঠান্ডা খাবার রান্না করতে হলে আগে রুম টেম্পারেচারে আনুন৷ তার পর রান্না করবেন ৷ হিমশীতল উপকরণ রান্নায় ব্যবহার করবেন না ৷
advertisement
10/10
রান্নার শেষ মুহূ্র্ত অবধি গ্যাস জ্বালিয়ে না রাখলেও হবে ৷ যে পাত্রে রান্না করবেন তাতে তাপ সঞ্চারিত হয় ৷ তাই রান্না সম্পূর্ণ হওয়ার আগে গ্যাস অফ করে দিন ৷ বাসনে সংরক্ষিত আঁচেই রান্না হয়ে যাবে ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kitchen Hacks to Reduce LPG Use: হেঁসেলে কিছু নিয়ম মানলেই কেল্লা ফতে! রান্নার গ্যাসের খরচ কমবে হু হু করে, বাঁচবে আপনার টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল