Conjunctivitis: জবাফুলের মতো লাল চোখ নিয়ে ভিড় ডাক্তারখানায়; রইল কনজাংটিভাইটিস প্রতিরোধের বেশ কিছু উপায়
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Conjunctivitis Precautions: সহজ বাংলায় বলতে গেলে চোখ ওঠা বা ‘জয়বাংলা’। দেশের সমস্ত প্রান্তেই উত্তরোত্তর বাড়ছে এই সমস্যা। সংক্রামক এই রোগে মূলত শিশুরাই আক্রান্ত হচ্ছে।
advertisement
1/7

বর্ষার মরশুমে বৃষ্টির দাপট বাড়তে না বাড়তেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রোগের বাড়বাড়ন্ত। এর মধ্যে যে সমস্যাটা বেশি চোখ রাঙাচ্ছে, সেটা হল কনজাংটিভাইটিস। সহজ বাংলায় বলতে গেলে চোখ ওঠা বা জয়বাংলা। দেশের সমস্ত প্রান্তেই উত্তরোত্তর বাড়ছে এই সমস্যা। সংক্রামক এই রোগে মূলত শিশুরাই আক্রান্ত হচ্ছে।
advertisement
2/7
কনজাংটিভাইটিস বা চোখ ওঠা কী?- চোখের কনজাংটিভা অংশে জ্বালা কিংবা প্রদাহ। ভাইরাস অথবা ব্যাকটেরিয়াঘটিত কারণে অতি সংক্রামক এই রোগ হয়। ঠান্ডা অথবা শ্বাসজনিত সংক্রমণের জেরে চোখ উঠতে পারে। কনট্যাক্ট লেন্স পরিষ্কার করার অভ্যাস না থাকলেও এই রোগ হতে পারে। রোগী কিংবা সংক্রমিত কোনও কিছুর সংস্পর্শে এলেও এটা হতে পারে। তাই রোগীর ব্যবহৃত কোনও জিনিস ব্যবহার করা উচিত নয়।
advertisement
3/7
ভাইরাল কনজাংটিভাইটিস: অবিরাম চোখ থেকে জলের মতো বেরোতে থাকে। তবে সকালের দিকে সাধারণত আঠালো ডিসচার্জ বেরোয়। চোখের পাতা ফুলে যায়। ঠান্ডা জলের ঝাপটা দিলে আরাম মেলে। আর্টিফিশিয়াল টিয়ারস অথবা লুব্রিকেটিং আই ড্রপসও খুব ভাল ওষুধ।
advertisement
4/7
ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস: এক্ষেত্রে অবিরাম চোখ থেকে হলুদ অথবা সবুজ চ্যাটচ্যাটে ডিসচার্জ বার হয়। চোখ চুলকায় এবং চোখের পাতা ফুলে যায়। অ্যান্টিবায়োটিক আইড্রপ অথবা মলমে কমে রোগ।
advertisement
5/7
অ্যালার্জিক কনজাংটিভাইটিস: দুই চোখেই হানা দেয় রোগ। পোলেনের মতো উপাদানের কারণে এটা হয়। চোখ লাল হয়ে যায়।
advertisement
6/7
উপসর্গ: এর মধ্যে অন্যতম হল - যন্ত্রণা, লাল হয়ে ওঠা, ঝাপসা দৃষ্টি, চোখ থেকে অবিরাম জল পড়া, চোখের পাতা ভারী হয়ে আসা, ফ্লুয়িড ডিসচার্জ ও তা কঠিন উপাদানে পরিণত হওয়া প্রভৃতি। কাজের জায়গা, স্কুল কিংবা জনবহুল স্থানে গেলে ছড়ায় এই রোগ।
advertisement
7/7
প্রতিরোধের উপায়: বিশেষজ্ঞদের মতে, ভাল করে হাত ধোওয়া আবশ্যক। তবে বারবার চোখ-মুখে হাত দিলে চলবে না। হাইজিন বজায় রাখতে হবে। রোগীর ব্যবহৃত জিনিস কিংবা মেক-আপ সামগ্রী ব্যবহার করা উচিত নয়। স্বাস্থ্যকর ব্যালেন্সড ডায়েট অভ্যাস করতে হবে এবং ইমিউনিটি গড়ে তুলতে হবে। যাঁদের ডায়াবেটিস রয়েছে, তাঁদের বিভিন্ন সংক্রমণের ঝুঁকিও বেশি। তাই সতর্ক থাকা আবশ্যক।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Conjunctivitis: জবাফুলের মতো লাল চোখ নিয়ে ভিড় ডাক্তারখানায়; রইল কনজাংটিভাইটিস প্রতিরোধের বেশ কিছু উপায়