TRENDING:

ঘরের নাইট ল্যাম্পের রং-ই আপনার সফল যৌনজীবনের চাবিকাঠি !

Last Updated:
advertisement
1/5
ঘরের নাইট ল্যাম্পের রং-ই আপনার সফল যৌনজীবনের চাবিকাঠি !
নাইট ল্যাম্প জ্বালিয়ে রাখেন রাতে ? জানেন কোন রং-এর ল্যাম্পে কেমন প্রভাব ফেলবে আপনার যৌনজীবনে ? ফেং শুই বিশেষজ্ঞরা জানিয়েছেন সেই তথ্য ৷ শোওয়ার ঘরের নাইট ল্যাম্পের রং-ই আপনার যৌনতা নির্ধারণ করে দেয় ! Photo Collected
advertisement
2/5
আসলে রঙের একটা প্রভাব পড়ে আপাদের জীবনে ৷ সেই থেকেই প্রভাবিত হয় যৌনজাবন, মত আর্ট থেরাপিস্টদের ৷ তাই তো রাতে ঘরে কোন রং থাকবে সেটা খুবই গুরুত্বপূর্ণ ৷ বেশিভাগ ফেংশুই বিশেষজ্ঞই বলছেন রাতে ঘরে থাক লাল রঙের নাইট ল্যাম্প ৷ লাল ভালবাসার রং ৷ প্যাশান বোঝাতেও লাল রংই সবথেকে ভাল ৷ শুধু তাইই নয়, এই রং-এ ব্লাড প্রেশার ও নিঃশ্বাসের মাত্রা বেড়ে যায় ৷ এতে শরীরে এনার্জি পাওয়া যায় ৷ তাই মিলনের জন্য এই রং-ই উপযুক্ত ৷ তবে যারা লাল পছন্দ করেন না, তারা গোলাপি রংও ব্যবহার করতে পারেন ৷ Photo Collected
advertisement
3/5
নীল রং আবার মন শান্ত করে ৷ দাম্পত্যে কোন সমস্যা হলে তা সমাধানের জন্য নীল রং-ই উপযুক্ত ৷ অর্থাৎ ঘরে এই রঙের প্রাধান্য থাকলে অশান্তির লেশমাত্র থাকবে না ৷ Photo Collected
advertisement
4/5
লাল ও নীল রঙের মিশেল যদি হাল্কাভাবে জ্বলে ওঠে রাতের ঘরে তাহলে আবেগে ভেসে যাবেন দুজনেই ৷ বেগুনি রং যৌনতা বাড়াতে সাহায্য করে ৷ দীর্ঘক্ষণ যৌনতায় মত্ত থাকতে চাইলে বেগুণি রঙের ভরসা রাখতে হবে ৷ Photo Collected
advertisement
5/5
ঘনঘন মন অন্যদিকে চলে যাচ্ছে ? মিলনের সময়ও ৷ তাহলে নাইট ল্যাম্পে থাকুক কমলা রং ৷ কোন রকম ক্লান্তি থাকলে বা যৌন ইচ্ছে কিছুটা কমে গেলে কমলা রং মাস্ট ৷ কমলা রং বাড়িয়ে তোলে উদ্দীপনা ৷ তাই এই রংটিও প্রয়োজন মতো ব্যবহার করুন শোওয়ার ঘরে ৷ Photo Collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ঘরের নাইট ল্যাম্পের রং-ই আপনার সফল যৌনজীবনের চাবিকাঠি !
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল