Cleaning in One Rupee: খরচ করুন মাত্র একটি টাকা! বাথরুম-রান্নাঘরের জেদি দাগ দূর হবে ম্যাজিকের মতো, উপায় জানুন আজই
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Cleaning in One Rupee: মাত্র এক টাকার শ্যাম্পুর পাতা নানাভাবে আপনার ঘরকে নতুনের মতো করে তুলতে পারে। শুধু জেনে নিন কী কী উপাদান মিশ্রণে যোগ করা যেতে পারে।
advertisement
1/10

লোক ডেকে বাথরুম পরিষ্কার করান? বা নিজে হাতেই রান্নাঘর আর বাথরুমের জেদি দাগ সরাতে চেষ্টা করেন, কিন্তু আপনার সঙ্গী হয় দামি দামি উপাদান?
advertisement
2/10
মাত্র এক টাকা খরচ করুন। তাতেই আপনার বাড়ির দুই প্রয়োজনীয় ঘর হয়ে উঠবে নতুনের মতো ঝকঝকে। যত সমস্যা টাইলসেই।
advertisement
3/10
একবার জলের বা তেলের বা সাবানের দাগ পড়তে শুরু করলে তা থেকে মুক্তি পাওয়া কঠিন। কিন্তু আপনাকে এবার সেই জেদি দাগ দূর করার কয়েকটি সস্তা উপায় বাতলে দেওয়া হবে।
advertisement
4/10
প্রথম উপায়- এক টাকা দিয়ে একটা শ্যাম্পুর পাতা কিনে নিন। একটি পাত্রে গরম জল নিয়ে তাতে শ্যাম্পুটা মিশিয়ে নিন। তিন থেকে চার চামচ ভিনিগার ঢেলে দিন তাতে। ব্যস, আপনার ক্লিনার তৈরি।
advertisement
5/10
এই মিশ্রণ ব্যবহার করে আপনি যে কোনও কিছু পরিষ্কার করতে পারেন। একটা ব্রাশ দিয়ে টাইলসের দাগগুলিতে ঘষে নিন, দেখবেন ঝকঝক করবেন।
advertisement
6/10
দ্বিতীয় উপায়- একটি শ্যাম্পুর পাতা কিনে সেটি থেকে শ্যাম্পু বার করে গরম জলে মিশিয়ে নিন। তারপর দুই চামচ বেকিং সোডা ঢেলে নিন।
advertisement
7/10
এই মিশ্রণটি আপনার বাথরুমের মেঝেতে ফেলে স্ক্রাবার দিয়ে ঘষে নিন। দেখবেন জেদি দাগ উধাও হয়ে গিয়েছে।
advertisement
8/10
তৃতীয় উপায়- এক টাকার শ্যাম্পুর পাতা থেকে শ্যাম্পুটা ঢেলে নিন গরম জলে। আর তাতে মিশিয়ে একটি লেবুর রস। আপনার ক্লিনার তৈরি।
advertisement
9/10
বাথরুম বা রান্নাঘরের টাইলসের দাগ দূর করার জন্য একটি স্ক্রাবার নিয়ে সেই মিশ্রণ ঢেলে ঘষে নিন, উপকার পাবেন বলেই আশা করা যায়।
advertisement
10/10
মাত্র এক টাকার শ্যাম্পুর পাতা নানাভাবে আপনার ঘরকে নতুনের মতো করে তুলতে পারে। শুধু জেনে নিন কী কী উপাদান মিশ্রণে যোগ করা যেতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cleaning in One Rupee: খরচ করুন মাত্র একটি টাকা! বাথরুম-রান্নাঘরের জেদি দাগ দূর হবে ম্যাজিকের মতো, উপায় জানুন আজই