Weekend Tourist Spot: কলকাতার খুব কাছে নদীর পাড়ে সবুজে মোড়া 'ট্যুরিস্ট স্পট'! শহরের বুকে ফ্যামিলি নিয়ে নিরিবিলিতে মন ভাল করার 'পারফেক্ট' জায়গা!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
শহরের বুকে শান্ত নিরিব নদী পাড়ের স্থান বহু মানুষের মন ভাল করার ঠিকানা, দমকা হাওয়া গায়ে লাগাতে এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে এই তান বহু মানুষের পছন্দ
advertisement
1/5

হাওড়া রাকেশ মাইতি: শহরের সব ব্যস্ততা- ঝঞ্ঝা মুছে যাবে! এক নিমিষে দূর হবে সব ক্লান্তি। শহরের বুকে, প্রকৃতি আর নদী এক হয়েছে এখানে। পড়ন্ত বিকেলে নদীর সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করতে মানুষের উপস্থিতি।
advertisement
2/5
কাজের চাপ আর সংসারের ব্যস্ততা থেকে বেড়িয়ে সামান্য সময় হাতে পেলেই একটু মন ভাল করতে অনেকেই পছন্দ করেন, নির্জন নিরিবিলি স্থানে একটু সময় কাটাতে। হুগলি নদীপাড়ে এই শান্ত নিরিবিলি প্রকৃতি ভীষণভাবে আকৃষ্ট করছে প্রকৃতিপ্রেমী মানুষকে। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
advertisement
3/5
একপাশে বিশাল জলরাশি সদা চঞ্চল হুগলি নদী। নদী বুকে অনবরত কলকল রবে জল বইছে। এই চঞ্চল নদীর উপর ছোট বড় নৌকা, দৈত্যাকার জাহাজ ভেসে বেড়াচ্ছে। আর অন্যপাশে সবুজ গাছপালা মাঝেমধ্যে রয়েছে মানুষের ঘরবাড়ি। এখানে নেই শহরের ব্যস্ত কোলাহল। মানুষ এখানে ছুটে আসছে মানসিক শান্তি পেতে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
4/5
নদীমাতৃক বাংলা'র ছোট্ট একটি জেলা ' হাওড়া'। এই জেলায় নদী কেন্দ্র করে কলকারখানা ও কৃষিকাজ মানুষের রুটি-রুজি'র যোগান দেয়া। শহরে নদী তীরে গড়ে উঠেছে কলকারখানা, আর গ্রামে নদী তীরে উর্বর চাষের জমি। একইসঙ্গে নদীতীরে জেলার বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। সেখানেই ভিড় জমাচ্ছে সমস্ত বয়সের মানুষ। জনপ্রিয় পর্যটন কেন্দ্রের অন্যতম উলুবেড়িয়া কালীবাড়ি। সেখানে এখন প্রতিদিন হাজারো মানুষের ভিড়। কালী বাড়ির কাছেই শান্ত নিরিবিলি নদী কেন্দ্রিক সৌন্দর্যময় স্থান, জগদীশপুর বাঁধ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
5/5
উলুবেড়িয়া কালিবাড়ি থেকে সোজা বাঁধ ধরে কিছুটা এগিয়ে গেলেই উলুবেড়িয়া ফেরিঘাট। ফেরিঘাট সংলগ্ন স্থান থেকে বাঁধের রাস্তা এগিয়ে গেলেই নদীকোলে একটি ছোট্ট পার্ক। যেখানে প্রতিদিন বহু মানুষ আসেন নদী পাড়ের দমকা হাওয়া গায়ে লাগাতে এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে। পার্ক লাগোয়া বাঁধ, লম্বা এই বাঁধ এখন বহু মানুষের মন ভাল করার ওষুধ।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Tourist Spot: কলকাতার খুব কাছে নদীর পাড়ে সবুজে মোড়া 'ট্যুরিস্ট স্পট'! শহরের বুকে ফ্যামিলি নিয়ে নিরিবিলিতে মন ভাল করার 'পারফেক্ট' জায়গা!