আপনার শরীরে 'এই' সমস্যাগুলি নেই তো? তাহলে কিন্তু 'ফুলকপি' খেলে মহাবিপদ! এই শীতে সতর্ক হন!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
শীত পড়তেই জমিয়ে খাচ্ছেন ফুলকপি? অবশ্যই জানুন কাদের জন্য ফুলকপি খাওয়া মোটেও ঠিক নয়!
advertisement
1/11

শীত মানেই সবজির বাহার। ফুলকপি, মটরশুঁটি থেকে পেঁয়াজকলি আরও কত কী! এই সব সবজি খাওয়ার আগে অবশ্য সে ভাবে ভাবা হয় না তাদের গুণাগুণ। শীতের সবজির মধ্যে যেমন, ফুলকপিতে আছে অনেক পুষ্টি। আছে নানাবিধ পুষ্টি উপাদান, যেমন, অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইটোনিউট্রিয়েন্টস, ফোলেট, ভিটামিন ‘কে’ ছাড়াও ফাইবার সমৃদ্ধ এই সবজি।
advertisement
2/11
শুধু তাই নয়, ফুলকপিতে গ্লুকোসিনোলেটস নামক সালফারযুক্ত রাসায়নিকও রয়েছে। ফুলকপি খাওয়া ভাল, তবে কারও কারও জন্য খারাপও হতে পারে। চলুন জেনে নিই।
advertisement
3/11
শীত মানেই সবজির বাহার। ফুলকপি, মটরশুঁটি থেকে পেঁয়াজকলি আরও কত কী! এই সব সবজি খাওয়ার আগে অবশ্য সে ভাবে ভাবা হয় না তাদের গুণাগুণ। শীতের সবজির মধ্যে যেমন, ফুলকপিতে আছে অনেক পুষ্টি। আছে নানাবিধ পুষ্টি উপাদান, যেমন, অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইটোনিউট্রিয়েন্টস, ফোলেট, ভিটামিন ‘কে’ ছাড়াও ফাইবার সমৃদ্ধ এই সবজি।
advertisement
4/11
ফুলকপি পুষ্টিগুণে ভরপুর। এ কারণে স্বাস্থ্যের জন্যও খুব উপকারী বলে মনে করা হয়। অতিরিক্ত পরিমাণে এই সবজি খেলে হজমের সমস্যা হতে পারে। কারণ এই সবজি হজম করা খুব কষ্টকর। বিশেষ করে যখন এটি কাঁচা খাওয়া হয়। ফলে পেট ফুলে যাওয়া বা গ্যাসের সমস্যা হতে পারে।
advertisement
5/11
ফুলকপির ক্ষতিকর দিক প্রায় সব মানুষই ফুলকপি পছন্দ করে। বিশেষজ্ঞরা বলছেন, এই সবজিতে রাফিনোজ নামক একটি পদার্থ রয়েছে। যেটি এক ধরনের কার্বোহাইড্রেট। প্রাকৃতিকভাবেই এই কার্বোহাইড্রেট কিছু সবজিতে উপস্থিত থাকে।
advertisement
6/11
সমস্যা হল, এই কার্বোহাইড্রেট আমাদের শরীর ভাঙতে পারে না। আপনি যখনই এই কার্বোহাইড্রেট-সমৃদ্ধ সবজি গ্রহণ করলেন, এরপর সেটি ছোট অন্ত্র থেকে বড় অন্ত্রে চলে যায়। সব শেষে যখন তারা বৃহৎ অন্ত্রে প্রবেশ করে, তখন সেখানে থাকা ব্যাকটেরিয়া এটিকে গাজনপ্রক্রিয়া শুরু করে। এর পরেই পেটে গ্যাস তৈরি হতে পারে। ফলে পেট ফুলে যায়।
advertisement
7/11
কাদের জন্য ফুলকপি খাওয়া ঠিক নয় ** থাইরয়েডের সমস্যা যাদের আছে তাদের জন্য ফুলকপি ক্ষতিকর। কারণ এতে টি-৩ এবং টি-৪ হরমোন বৃদ্ধির আশঙ্কা থাকে।
advertisement
8/11
** ফুলকপিতে পটাসিয়াম বেশি থাকে। বেশি পরিমাণে খেলে রক্ত ধীরে ধীরে ঘন হতে থাকে। অতএব, যারা রক্ত পাতলা করার ওষুধ সেবন করছেন তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে ফুলকপি খেলে ভাল হয়।
advertisement
9/11
** যে মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়ান, তারা ফুলকপি এড়িয়ে চললে ভালো।
advertisement
10/11
প্রায়ই যদি কাঁচা ফুলকপি খান, তাহলে জেনে রাখুন, কাঁচা ফুলকপিতে অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ প্রয়োজনের চেয়ে বেশি। হজমের সমস্যায় ভুগলে সব সময় রান্না করা ফুলকপি খাওয়ার চেষ্টা করুন।
advertisement
11/11
ফুলকপি সিদ্ধ করলে এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট প্রায় নষ্ট হয়ে যায়। তাই এই সবজিটি সীমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
আপনার শরীরে 'এই' সমস্যাগুলি নেই তো? তাহলে কিন্তু 'ফুলকপি' খেলে মহাবিপদ! এই শীতে সতর্ক হন!