TRENDING:

Caterpillar Sting Remedies: শুঁয়োপোকার হুল শরীরে ফুটলে কী করবেন? কী করলে দ্রুত কমবে চুলকানি ও ফোলাভাব

Last Updated:
Caterpillar Itchiness Remedies: শুঁয়োপোকার যন্ত্রণা থেকে বাঁচতে প্রাথমিক অবস্থায় বেশ কিছু ঘরোয়া টিপস মেনে চললে পাবেন দারুণ উপকার। এর ফলে কমবে কমবে চুলকানি ও লাল ফোলাভাব।
advertisement
1/6
শুঁয়োপোকার হুল শরীরে ফুটলে কী করবেন? কী করলে দ্রুত কমবে চুলকানি ও ফোলাভাব
হেমন্ত থেকে শীতের পর্যন্ত গ্রাম বাংলায় বিভিন্ন গাছ-গেছে একটু বেশি শুঁয়োপোকার উপদ্রব দেখা মেলে। আর এটি শরীরে লাগলে শুরু হয় তীব্র জ্বলন।
advertisement
2/6
শুঁয়োপোকার হুল কোনভাবে গায়ে লাগলে যন্ত্রণার শেষ থাকেনা। এটি ত্বকে লাগলেই রোঁয়াগুলি আটকে গিয়ে ফুলে যায়। এর ফলে শুরু হয় তীব্র চুলকানি ও যন্ত্রণা।
advertisement
3/6
শুঁয়োপোকার যন্ত্রণা থেকে বাঁচতে প্রাথমিক অবস্থায় বেশ কিছু ঘরোয়া টিপস মেনে চললে পাবেন দারুণ উপকার। এর ফলে কমবে কমবে চুলকানি ও লাল ফোলাভাব।
advertisement
4/6
চিকিৎসক অনুপম ভট্টাচার্য জানান, শুয়োপোকা গায়ে লাগলে প্রথমে উচিত। ত্বক থেকে ভালোমতো হুলগুলো তুলে ফেলা। এরপর ঠান্ডা জল এবং সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
advertisement
5/6
চুন শুঁয়োপোকার রোঁয়া দূর করতে দারুণ উপকারী। চুনের ক্ষারীয় গুণ রোঁয়ার বিষ দূর করে। এর ফলে ত্বকের ওই অংশে চুলকানি কমে যায়।
advertisement
6/6
শুয়োপোকার হুলের যন্ত্রণা থেকে বাঁচতে দারুন উপাদেয় পুই পাতা। এটি এই সমস্যায় মোক্ষম ওষুধ। এই পাতা ত্বকের ওই অংশে ঘষলে রোঁয়াগুলি ধীরে ধীরে উঠে আসে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Caterpillar Sting Remedies: শুঁয়োপোকার হুল শরীরে ফুটলে কী করবেন? কী করলে দ্রুত কমবে চুলকানি ও ফোলাভাব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল