Carrot Juice Benefits: রোজ এক গ্লাস গাজরের জুস খেলে কী হয় জানেন? শরীরের বদল জানলে চমকে যাবেন
- Reported by:SOUVIK ROY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Carrot Juice Benefits: গাজরের নানা গুণ! শীতকালে আপনাকে একেবারে বদলে দিতে পারে গাজরের জুস! কীভাবে খাবেন জানুন
advertisement
1/5

প্রতিদিন এক গ্লাস গাজরের জুস পান করে দেখুন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পাবে। শরীরে ক্ষতিকারক জীবাণু, ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে কাজ করে এই গাজর।
advertisement
2/5
গাজরের জুসে ভিটামিন ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ, পটাশিয়াম, ইত্যাদি উপাদান থাকে যা হাড় গঠন, নার্ভাস সিস্টেমকে শক্ত করা ও মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
advertisement
3/5
বিশেষজ্ঞরা জানাচ্ছেন কাঁচা গাজর খেলে হরমোনের ভারসাম্য বজায় থাকে। এতে থাকা উপকারী উপাদান শরীরে ইস্ট্রোজেনের ভারসাম্য বজায় রাখে। হঠাৎ হঠাৎ অনেকের মাথা গরম হয়ে মেজাজ পরিবর্তন হয়ে যাচ্ছে সেই সমস্যা থেকেও সমাধান পাওয়া যায় গাজর খেলে।
advertisement
4/5
তাছাড়াও প্রতিদিন গাজরের রস খেলে ত্বক উজ্জ্বল হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ এটি শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে। যদি কেউ ব্রণ কিংবা অ্যাকনের সমস্যায় ভোগেন, তাঁদের জন্য খুবই উপকারি গাজরের রস।সব ক্ষেত্রে যে গাজরের রস খেতে হবে সেটা নয়, আপনি চাইলে কাঁচা গাজর খেতে পারেন।তবে সারাদিনে দুটির বেশি গাজর খেলে আবার শরীরের ক্ষতি হতে পারে।
advertisement
5/5
অন্যদিকে শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে কাঁচা গাজর। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়। প্রতিদিন কাঁচা গাজর খেলে শরীর সুস্থ থাকে এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।(তথ্য:সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Carrot Juice Benefits: রোজ এক গ্লাস গাজরের জুস খেলে কী হয় জানেন? শরীরের বদল জানলে চমকে যাবেন