Cancer: পানীয় জল থেকে হতে পারে ক্যানসার! জলে এই জিনিস নেই তো? গবেষণা চমকে দেবে
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Cancer: ক্যানসার সব সময়ে ভয়ের বিষয়! পানীয় জল পান করার আগে জেনে নিন, জলে এই জিনিস আছে কিনা! সম্প্রতি জল ও ক্যানসার নিয়ে একটি গবেষণা হয়! সেখানেই সাবধান করেছেন গবেষকরা! জানুন
advertisement
1/6

ক্লোরিনযুক্ত পানীয় জল ক্যানসারের বিভিন্ন ধরনের ঝুঁকি বাড়াতে পারে! একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ক্লোরিনযুক্ত পানীয় জল বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
advertisement
2/6
গবেষকরা জানিয়েছেন, পানীয় জলে ব্যবহৃত ক্লোরিনের ফলে কিছু ক্ষতিকর উপাদান তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদে শরীরে সঞ্চিত হয়ে ক্যানসার সৃষ্টির ঝুঁকি তৈরি করতে পারে।
advertisement
3/6
এই ধরনের জল দীর্ঘসময় পান করলে বিশেষ করে পাকস্থলি, প্রোস্টেট, এবং মূত্রাশয়ের ক্যানসারের সম্ভাবনা বাড়ে।
advertisement
4/6
গবেষণাটি প্রমাণ করেছে যে, ক্লোরিনের প্রভাব শরীরে নানা স্বাস্থ্যগত জটিলতা তৈরি করতে পারে!
advertisement
5/6
তাই বিশেষজ্ঞরা সুপারিশ করছেন যে, নিরাপদ এবং বিশুদ্ধ পানীয় জল পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
6/6
জল ফুঁটিয়ে নিয়ে খেতে পারেন এতে শরীরের উপকার হয়! তবে ক্লোরিনযুক্ত জল কোনওভাবেই খাবেন না!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cancer: পানীয় জল থেকে হতে পারে ক্যানসার! জলে এই জিনিস নেই তো? গবেষণা চমকে দেবে