Healthy Lifestyle: চা খেলে কি আদৌ গায়ের রং কালো হয়, নাকি সবটাই 'মিথ'? দফায় দফায় খাওয়ার আগে 'আসল' বিষয় জানুন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
চা পান করলে ঠোঁটের রং-ও কালো হয় না। গরম চা পান করলে উচ্চ তাপমাত্রার কারণে ঠোঁটে পিগমেন্টেশন হতে পারে, তবে অভ্যন্তরীণভাবে চা ঠোঁটের রঙকে প্রভাবিত করে না।
advertisement
1/8

বাঙালী আর চা- যেন একে অপরের পরিপূরক। আড্ডায় হোক বা ক্লান্তির পরে, চা ছাড়া চলেই না।
advertisement
2/8
জাঁকিয়ে ঠান্ডা পড়েছে রাজ্যে৷ থেকে থেকে একটু গরম চা বা কফি না খেলে যেন টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে৷ বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে যেন চা খাওয়া একটু বেশিই হয়ে যায়৷
advertisement
3/8
আমরা একটা কথা প্রায়ই শুনে থাকি৷ চা বেশি খেলে নাকি গায়ের রঙ কালো হয়ে যায়৷
advertisement
4/8
আমরা একটা কথা প্রায়ই শুনে থাকি৷ চা বেশি খেলে নাকি গায়ের রঙ কালো হয়ে যায়৷
advertisement
5/8
কানপুরের জিএসভিএম মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক তথা চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর যুগল রাজপুত জানাচ্ছেন, মানুষের খুব বেশি চা পান করা উচিত নয়, কারণ এতে অনেক অ্যান্টি-নিউট্রিয়েন্ট থাকে, যা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট কমিয়ে দেয়। ফলে চা কম খাওয়াই ভাল৷ কিন্তু, গায়ের রঙ বা ঠোঁট কালো হয়ে যাওয়ার কথাটা কি সত্যি?
advertisement
6/8
চা পান করলে ঠোঁটের রং-ও কালো হয় না। গরম চা পান করলে উচ্চ তাপমাত্রার কারণে ঠোঁটে পিগমেন্টেশন হতে পারে, তবে অভ্যন্তরীণভাবে চা ঠোঁটের রঙকে প্রভাবিত করে না।
advertisement
7/8
ডাঃ যুগল রাজপুতের মতে, ত্বকের রঙ কোনও কিছুতেই স্থায়ীভাবে কালো হয় না, বা কোনও কিছু মেখেও তা স্থায়ীভাবে উজ্জ্বল করা যায় না।
advertisement
8/8
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: চা খেলে কি আদৌ গায়ের রং কালো হয়, নাকি সবটাই 'মিথ'? দফায় দফায় খাওয়ার আগে 'আসল' বিষয় জানুন