advertisement
1/7

দিওয়ালির শুরুতে লক্ষ্মীপুজো আর তাতেই সোনা কেনার ধুম পড়ে যায় চারদিকে ৷ ধনতেরাস বলে পরিচিত এই অনুষ্ঠানে সোনার বা রুপ কিনার রীতি রয়েছে ৷ এটাই সৌভাগ্যের প্রতীক মানেন অনেকই ৷ কিন্তু সোনা কিনে কী খুব লাভ হচ্ছে আপনার ? ঘরে সোনা রাখা শুভ বলেই ভাবছেন ৷ কিন্তু একবারও খতিয়ে দেখেছেন বাস্তব চিত্রটা ৷ আপনার কেনা অধিকাংশ সোনা বা রুপোর গয়নাই তো ব্যাঙ্কের লকার বন্দি থাকে ৷ ইচ্ছে মত ব্যবহারও করা যায় না ৷ এছাড়াও রয়েছে বেশ কিছু গুরত্বর সমস্যা ৷ Photo Collected
advertisement
2/7
বিনিয়োগের জন্য সোনার গয়না কিনলে বড়ই ভুল করছেন ৷ কারণ গয়না কিনলে বাড়তি মজুরির টাকা আপনাকে গুণতে হচ্ছে ৷ এছাড়াও গয়না কতটা খাঁটি সেটাও বোঝার ক্ষমতা থাকা উচিৎ ৷ না হলে ঠকবেন ৷ ভাবুন তো সোনা কিনতে গিয়ে কত কিছু মাথায় রাখতে হবে আপনাকে ৷ সোনা কতটা সঠিক , মেশিন নাকি হাতে তৈরি, বিক্রয়যোগ্যতা কতটা, সব ভেবেই কিনতে হবে সোনা ৷ Photo Collected
advertisement
3/7
তবে নির্ভয়ে সোনা কেনার উপায় রয়েছে ৷ গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস (ETF) , গোল্ড ফান্ড ৷ এগুলো কিনলে আপনি লাভবান হবেনই ৷ এতে ৯৯.৫ শতাংশ নিখাদ সোনার দাম পাওয়া যাবে ৷ Photo Collected
advertisement
4/7
খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় ETFs ৷ সাধারণভাবে রাখা যাবে, কোন লকারের প্রয়োজন নেই ৷ যখন তখন, প্রয়োজন মত খরচ করাও যাবে ৷ Photo Collected
advertisement
5/7
সব সময় সোনা বা রুপো কেনার মত অবস্থা না থাকলেও, ETF কিনতে পারবেন আপনার সাধ্যমতো ৷ একেবারে স্টক ট্রেডিং-এর মতোই কেনা বেচা হবে গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস ৷ Photo Collected
advertisement
6/7
অন্যান্য ইকুইটি ফান্ডের থেকে অনেক কম ঝঁকি থাকে গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডসের ৷ দীর্ঘমেয়াদি বড় অঙ্কের টাকা মিললেও ETF-এ বিশেষ VAT, বা ওয়েল্থ ট্যাক্স বা সিকিউরিটি ট্রানস্যাকশন ট্যাক্স দিতে হবে না ৷ এখনও পর্যন্ত গোল্ড ETF-এ মিলছে ৮ থেকে ১৩ শতাংশ রিটার্ন ৷ Photo Collected
advertisement
7/7
অন্যান্য ইকুইটি ফান্ডের থেকে অনেক কম ঝঁকি থাকে গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডসের ৷ দীর্ঘমেয়াদি বড় অঙ্কের টাকা মিললেও ETF-এ বিশেষ VAT, বা ওয়েল্থ ট্যাক্স বা সিকিউরিটি ট্রানস্যাকশন ট্যাক্স দিতে হবে না ৷ এখনও পর্যন্ত গোল্ড ETF-এ মিলছে ৮ থেকে ১৩ শতাংশ রিটার্ন ৷ Photo Collected