TRENDING:

Budget Travel Plan: এখানকার সবুজ, সবুজের চেয়েও সবুজ! ঘুরে আসুন নির্জন দলমায়, পাহাড়-জঙ্গল অপেক্ষা করছে

Last Updated:
Budget Travel Plan: কলকাতার খুব কাছে অথচ একেবারেই অপরিচিত। এককথায় অফবিট। পাহাড় ও জঙ্গল আপনার অপেক্ষায়। জানুন
advertisement
1/10
এখানকার সবুজ, সবুজের চেয়েও সবুজ! ঘুরে আসুন নির্জন দলমায়, পাহাড়-জঙ্গল অপেক্ষায়..
অদ্ভুত নামটা, তাই না? দলমা পাহাড়ে ঘেরা নির্জন, সুন্দর এই জায়গাটা এ নামেই পরিচিত। কলকাতার খুব কাছে অথচ একেবারেই অপরিচিত। এককথায় অফবিট।
advertisement
2/10
পর্যটকদের ভিড়ের ক্লেদ এখনও স্পর্শ করেনি এবং স্নিগ্ধ পরিবেশকে। আর তাই, যাঁরা নির্জনতা পছন্দ করেন, নৈঃশব্দের মধ্যে প্রকৃতির শব্দ শোনার চেষ্টা করেন, তাঁদের জন্য আদর্শ হতেই পারে এই জায়গা।
advertisement
3/10
হাতে অল্প সময় থাকলেও সহজে পৌঁছে যেতে পারবেন পাহাড়-জঙ্গলে ঘেরা এই জায়গায়। খরচও একেবারে সাধ্যের মধ্যেই। রইল অফবিট দলমার প্ল্যান, কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টা দূরে।
advertisement
4/10
কলকাতা থেকে মাত্র চার ঘণ্টা দূরে জামসেদপুর ইস্পাত নগরীর খুবই কাছে রয়েছে দলমা পাহাড় এবং দলমা পাহাড়ে ঘেরা অভয়ারণ্য। কলকাতার নিকটে অবস্থিত দলমা পাহাড় প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গ।
advertisement
5/10
মনোরম পরিবেশ, ঝর্না, বনভূমি এবং বৈচিত্র্যময় প্রাণীজগত এই পাহাড়কে করে তুলেছে ভ্রমণপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় স্থান।
advertisement
6/10
কলকাতা থেকে টাটানগর (চাইবাসা) পর্যন্ত যাওয়া যায় ট্রেনে। টাটানগর থেকে দলমা পাহাড় বাস বা ট্যাক্সিযোগে মাত্র ৪০ মিনিটেই পৌঁছে যাওয়া যায়। কলকাতা থেকে সরাসরি দলমা পাহাড় পর্যন্ত বাস চলে।
advertisement
7/10
নিজস্ব গাড়ি থাকলে দলমা পাহাড় পৌঁছনো খুবই সহজ। কলকাতা থেকে দলমা পাহাড়ের দূরত্ব প্রায় ২৪০ কিলোমিটার এবং গাড়িতে যেতে সময় লাগে ৪-৫ ঘণ্টা।
advertisement
8/10
কী কী দেখবেন? দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য, দলমা শিখর, সীতারাম বাঁধ, ডিমনা হ্রদ।
advertisement
9/10
দলমা পাহাড়ের রয়েছে বন বিভাগের পরিচালিত বেশ কিছু রিসর্ট।
advertisement
10/10
তা ছাড়া, স্থানীয় গ্রামবাসীদের বাড়িতেও থাকার সুযোগ রয়েছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Budget Travel Plan: এখানকার সবুজ, সবুজের চেয়েও সবুজ! ঘুরে আসুন নির্জন দলমায়, পাহাড়-জঙ্গল অপেক্ষা করছে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল