অকালপক্বতা রোধ থেকে ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো প্রাণঘাতী সমস্যার সমাধান আছে লাউয়ের রসে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Bottle gourd juice: এই সব্জিতে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ভিটামিন সি এবং অন্যান্য উপকারী খনিজ আছে
advertisement
1/5

লাউয়ের রসের স্বাস্থ্যগুণের শেষ নেই। শরীরের নানা ক্ষতিকর দিক দূর করে এই সব্জির রস। এর উপকারিতায় নিয়ন্ত্রিত হয় হাঁপানি, জ্বর, সর্দিকাশি-সহ নানা শারীরিক সমস্যা। কারণ এই সব্জিতে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ভিটামিন সি এবং অন্যান্য উপকারী খনিজ আছে।
advertisement
2/5
লাউয়ের রসের ঠান্ডা প্রভাবে অনিদ্রা সমস্যা দূর হয়। আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডাক্তার দীক্ষা ভাস্বরের কথায় লাউের রসের প্রভাবে সুস্থ থাকে হৃদযন্ত্রের ক্রিয়া।
advertisement
3/5
বাড়তি ওজন নিয়ন্ত্রণ, ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কোলেস্টেরল, মাইগ্রেন, অ্যাসিডিটি, কোলাইটিস-সহ নানা সমস্যার সমাধান আছে লাউয়ের রসে।
advertisement
4/5
লাউয়ের রসের অন্যান্য উপকারিতার কথাও তুলে ধরেছেন দীক্ষা। জানিয়েছেন এই রস স্ক্যাল্পে লাগালে চুল পড়ে যাওয়া ও অকালপক্বতার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
advertisement
5/5
শরীরের নানা অংশের যন্ত্রণা, আলসার, জ্বর, শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ন্ত্রিত হয় কচি লাউয়ের রসে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
অকালপক্বতা রোধ থেকে ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো প্রাণঘাতী সমস্যার সমাধান আছে লাউয়ের রসে