Blood Sugar Control Tips: ধোঁয়া ওঠা গরম সাদা ভাতে এটা জাস্ট ১ চামচ! চেটেপুটে খেলেও বাড়বে না ব্লাড সুগার! রইল ডায়াবেটিসকে জব্দ করার ফর্মুলা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Blood Sugar Control Tips:সাদা ভাতের গ্লাইসেমিক ইনডেক্স খুব বেশি। তাই টাইপ টু ডায়াবেটিসের জন্য খুবই ক্ষতিকর বলে মনে করা হয় সাদা ভাতকে
advertisement
1/6

ব্লাড সুগার হলে প্রথমেই কোপ পড়ে ভাতের উপর৷ ডায়েট থেকে বাদ চলে যায় ভাত৷ ভাত খাওয়া কমে যায় তো বটেই৷ অনেকে বাদও দিয়ে দেন সম্পূর্ণ ডায়েট থেকে৷
advertisement
2/6
সাদা ভাতের গ্লাইসেমিক ইনডেক্স খুব বেশি। তাই টাইপ টু ডায়াবেটিসের জন্য খুবই ক্ষতিকর বলে মনে করা হয় সাদা ভাতকে।
advertisement
3/6
কিন্তু সত্যিই কি ব্লাড সুগারে ভাত সম্পূর্ণ বর্জনীয়? পুষ্টিবিদ শিল্পা অরোরার মতে, ভাতের সঙ্গে এক চামচ ঘি খেলে রক্তে শর্করার মাত্রা বাড়ে না।
advertisement
4/6
ভাতের সঙ্গে ঘি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে পারে না। নিয়ন্ত্রণে থাকবে ব্লাড সুগার মাত্রা। ভাত এবং ঘি একসঙ্গে কাজ করে প্রোবায়োটিক্স হিসেবে। হজমে সাহায্য করবে। ব্লাড সুগার স্পাইকস দূর করে।
advertisement
5/6
ঘিয়ে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে। ফলে দীর্ঘ ক্ষণ ভর্তি থাকে পেট। ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে। সুস্থ থাকে পেটের স্বাস্থ্য।
advertisement
6/6
ডায়াবেটোলজিস্টের পরামর্শমতো ডায়েটে ভাত রাখতে পারবেন ডায়াবেটিকরা। পরিমিত পরিমাণে ডায়েট চার্ট মেনে ভাত খান ব্লাড সুগারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Blood Sugar Control Tips: ধোঁয়া ওঠা গরম সাদা ভাতে এটা জাস্ট ১ চামচ! চেটেপুটে খেলেও বাড়বে না ব্লাড সুগার! রইল ডায়াবেটিসকে জব্দ করার ফর্মুলা