Protection From Cancer: ক্যানসারের ঝুঁকি অনেকগুণ কমিয়ে দেবে, কোনও শাক-পাতা-সবজি নয়, দামি ওষুধও নয়, নিয়মিত করুন এই কাজ
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
নিয়মিত রক্তদান করলে ক্যানসার সহ একাধিক রোগের ঝুঁকি কমে যায় ।কারণ,রক্তদানের ফলে দেহে নতুন রক্তকণিকা তৈরি হয়, যার ফলে শরীর আরও চনমনে হয়ে ওঠে।
advertisement
1/6

রক্তদান করলেই দূরে থাকবে এই মারণব্যাধি! শরীরকে রোগমুক্ত রাখতে রক্তদান জরুরী। কি জানাচ্ছেন চিকিৎসকরা?জানুন। অনেকেই আজও মনে করেন রক্তদান করলে শরীর দুর্বল হয়ে যায় কিংবা অসুস্থতা বোধ হয়, কিন্তু এই ভাবনা একেবারেই ভ্রান্ত। বরং, রক্তদান শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্ভাবনা কমে যায় মারণ রোগ ক্যানসারের। সচেতন করছেন চিকিৎসকেরা। (সুরজিৎ দে)
advertisement
2/6
রক্তদান শুধুমাত্র একজন রোগীর প্রাণ বাঁচানোর উপায় নয়, বরং এটি হতে পারে নিজের শরীরকে সুস্থ রাখার এক চাবিকাঠিও। জলপাইগুড়ির বিশিষ্ট চিকিৎসকরা জানাচ্ছেন, নিয়মিত রক্তদান করলে ক্যানসার সহ একাধিক রোগের ঝুঁকি কমে যায় ।কারণ,রক্তদানের ফলে দেহে নতুন রক্তকণিকা তৈরি হয়, যার ফলে শরীর আরও চনমনে হয়ে ওঠে। তবে বর্তমানে এক বড় সমস্যা হল—রক্তের সংকট।
advertisement
3/6
শহরের একাধিক ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা থাকলেও, তরুণ প্রজন্মের অনীহা তা পূরণে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। রক্ত দিলে শরীর দুর্বল হয়ে পড়বে, এমন ভ্রান্ত ধারণা থেকেই অনেকে রক্ত দিতে ভয় পান। অথচ চিকিৎসা বলছে, সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলারা বছরে ৩-৪ বার অনায়াসে রক্ত দিতে পারেন।
advertisement
4/6
জলপাইগুড়ির বাসিন্দা তথা ৬০ বারেরও বেশি রক্তদাতা তপন গুহরায় পুরস্কারপ্রাপ্ত এক সমাজসেবক জানিয়েছেন—"আমি এতবার রক্ত দিয়েছি, কিন্তু কখনও শরীর খারাপ হয়নি। বরং শরীর আরও ভালো থাকে। এখনও পর্যন্ত কোনও বড় রোগ ধরা পড়েনি।"
advertisement
5/6
তিনি নতুন প্রজন্মকে আহ্বান জানিয়েছেন রক্তদানে এগিয়ে আসার জন্য। তাঁর কথায়—"রক্ত হাটে বাজারে পাওয়া যায় না। এটা একমাত্র মানুষের মাধ্যমেই পাওয়া যায়। তাই আসুন, একসাথে রক্তদানের মাধ্যমে মানুষের জন্য মানুষ হয়ে উঠি।"
advertisement
6/6
রক্তদান শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই উপকারী। একফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ, বদলে দিতে পারে একটি পরিবার। তাই আর দেরি নয়, এবার সচেতন হয়ে রক্তদানে এগিয়ে আসুন আপনিও!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Protection From Cancer: ক্যানসারের ঝুঁকি অনেকগুণ কমিয়ে দেবে, কোনও শাক-পাতা-সবজি নয়, দামি ওষুধও নয়, নিয়মিত করুন এই কাজ