Black Tea Side Effects: উপকারী হলেও ভুলেও কালো চা খাবেন না এঁরা! জানুন কারা কখন এতে চুমুক দিলেই সর্বনাশ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Black Tea Side Effects: কালো চা খাওয়া কতটা স্বাস্থ্যকর? এর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি? এই সব বিষয়ও মনে রাখতে হবে
advertisement
1/6

স্বাস্থ্য সচেতনতার দোহাই দিয়ে আমরা এখন দুধ চায়ের স্বাদ ভুলতে বসেছি অনেকেই। পরিবর্তে দিনভর চুমুক দিই কালো চায়ে।
advertisement
2/6
কিন্তু কালো চা খাওয়া কতটা স্বাস্থ্যকর? এর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি? এই সব বিষয়ও মনে রাখতে হবে। বলছেন পুষ্টিবিদ অবনী কৌল।
advertisement
3/6
কালো চা খেলে ওজন কমতে সাহায্য করে। দূর হয় বদহজম সংক্রান্ত সমস্যাও। কিন্তু অতিরিক্ত খেলে দেখা দেবে সমস্যা।
advertisement
4/6
গ্রিন টি-র থেকে কালো চায়ে ক্যাফেইন বেশি। ফলে বেশি খেলে ডিহাইড্রেশন হতে পারে।
advertisement
5/6
কালো চায়ে ট্যানিন আছে প্রচুর। কম খেলে ক্ষতি নেই। তবে বেশি খেলে গা বমি ভাব বা হজমের গণ্ডগোল দেখা দিতে পারে।
advertisement
6/6
কালো চায়ে চিনি খাবেন না। সঙ্গে বেশি তৈলাক্ত খাবারও খাবেন না। বেশি না খেয়ে পরিমিত পরিমাণে খান। তাহলে রোগাও হবেন। আবার পার্শ্ব প্রতিক্রিয়াও থাকবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Black Tea Side Effects: উপকারী হলেও ভুলেও কালো চা খাবেন না এঁরা! জানুন কারা কখন এতে চুমুক দিলেই সর্বনাশ