TRENDING:

Bird Flu: বার্ড ফ্লু-ভয় চোখ রাঙাচ্ছে, কিন্তু শুধু শুধু ভয় পাওয়ার দরকার নেই, দেখে নিন জাস্ট এই বিষয়গুলি

Last Updated:
Bird Flu: মুরগির বার্ড ফ্লু হয়েছে বুঝবেন কী করে? কী করবেন এই রোগে! জানুন চিকিৎসকের পরামর্শ, ডিম খাবেন না খাবেন না...
advertisement
1/6
মুরগির বার্ড ফ্লু  হয়েছে বুঝবেন কী করে? কী করবেন এই রোগে! জানুন চিকিৎসকের পরামর্শ
জলপাইগুড়ি: বাড়িতে হাঁস-মুরগি প্রতিপালন করেন? আবহাওয়া পরিবর্তনের এই সময় সতর্ক থাকুন সর্বদা।আবহাওয়া পরিবর্তনের সময় সংক্রামক রোগ এ আক্রান্ত হয় এই প্রাণীরা। কীভাবে বুঝবেন বার্ড ফ্লু হয়েছে? রইল বিশেষজ্ঞের পরামর্শ। Photo- Representative
advertisement
2/6
সতর্কতার কোনও বিকল্প নেই। আবহাওয়া বদলের এই সময় থেকেই সতর্ক থাকা উচিত কৃষিজীবী এবং হাঁস মুরগি প্রতিপালনকারী ব্যবসায়ীদের। Photo- Representative
advertisement
3/6
এ বিষয়ে এখন থেকেই সকলকে সতর্ক করলেন জলপাইগুড়ির গরুমারা সংলগ্ন রামসাই কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রাণী বিঞ্জানী মানস কুমার দাশ। তিনি সহজ ভাবে বুঝিয়ে বলেন কোন লক্ষণ দেখলে বোঝা যাবে প্রতিপালিত হাঁস মুরগি বার্ড ফ্লু সংক্রমক রোগে আক্রান্ত! বার্ড ফ্লু হলে হাঁস-মুরগির গলা থেকে ঘসঘসে কাশি, শ্বাসকষ্ট ঘরঘর শব্দ হবে, মুরগিকে ঝিমোতে দেখা যাবে। Photo- Representative
advertisement
4/6
এছাড়াও মূল লক্ষণ, মাথা ,চোখ, কান ফুলে যাবে, মুরগির ঝুঁটি এবং গলার ঝুল, পায়ের পাতা নীলচে হয়ে যাবে। এক, দুটো মুরগীর এই লক্ষণ দেখা গেলেই বোঝা যাবে বার্ড ফ্লু হয়েছে। এর ফলে, এক দুদিনের মধ্যেই সম্পূর্ণ মুরগি ফার্মের মুরগি মারা যাবে। তা হলে কি করা উচিত? Photo- Representative
advertisement
5/6
বিশেষজ্ঞের পরামর্শ, যত তাড়াতাড়ি সম্ভব এই রোগ হলে হাঁস মুরগি প্রতি পালনের জায়গার যাবতীয় কিছু জ্বালিয়ে নষ্ট করে দিতে হবে নাহলে এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়বে। দুর্ভাগ্যজনক ভাবে, বার্ড ফ্লু এর ভারতবর্ষে কোনও ভ্যাকসিন নেই। এখনও অবধি জলপাইগুড়ি জেলায় বার্ড ফ্লু এর খবর না মিললেও যারা হাঁস মুরগি পালন করে জীবিকা প্রতিপালন করেন তাদের সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে কৃষিবিজ্ঞান কেন্দ্র ও প্রানীস্বাস্থ্য কেন্দ্রের তরফে। Photo- Representative
advertisement
6/6
প্রতিপালিত প্রাণীর বার্ড ফ্লু এর লক্ষণ বুঝতে পারলেই দ্রুত স্থানীয় কৃষিবিজ্ঞান কেন্দ্রে জানাতে হবে। কিংবা জেলা স্তরে এবং ব্লক স্তরের প্রাণীস্বাস্থ্য কেন্দ্রে খবর দিতে হবে, যোগাযোগ করতে হবে। ভারতবর্ষে বার্ড ফ্লু এর যে ধরনের ভাইরাস পাওয়া যায় তা হল এইচ ফাইভ এন ওয়ান এবং এবং এইচ সেভেন এন সেভেন। তবে দুটোর মধ্যে এইচ ফাইভ এন ওয়ান এর রোগ তৈরীর ক্ষমতা বেশী ।তাই সাবধান হোন এখন থেকেই। Photo- Representative  Input-Surajit Dey
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bird Flu: বার্ড ফ্লু-ভয় চোখ রাঙাচ্ছে, কিন্তু শুধু শুধু ভয় পাওয়ার দরকার নেই, দেখে নিন জাস্ট এই বিষয়গুলি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল