TRENDING:

Betel Leaves (Paanpata) Benefits: রোজ ১ খিলি পান ‘এভাবে’ মুখে ফেললেই বাজিমাত! কুপোকাত হবে ব্লাড সুগার! উবে যাবে মুখ আর নিঃশ্বাসের পচা গন্ধ!

Last Updated:
Betel Leaves or Panpata Health Benefits: স্বাদের পাশাপাশি পানের স্বাস্থ্যগুণও প্রচুর। পান খেলে কত যে উপকারিতা পাওয়া যায়, ভাবতেও পারবেন না। সীমিত পরিমাণে খেলে পান খুবই স্বাস্থ্য সহায়ক।
advertisement
1/6
রোজ ১ খিলি পান ‘এভাবে’ মুখে ফেললেই বাজিমাত! কুপোকাত ব্লাড সুগার! উবে যাবে মুখের পচা গন্ধ
বাঙালি বাড়িতে কত দিন ধরে পান খাওয়া হয়ে আসছে, তার কোনও লেখাজোখা নেই। খাওয়ার পরে বা কাজের মাঝে একখিলি পান মুখে ফেলার অভ্যাস আছে অনেকেরই।
advertisement
2/6
স্বাদের পাশাপাশি পানের স্বাস্থ্যগুণও প্রচুর। পান খেলে কত যে উপকারিতা পাওয়া যায়, ভাবতেও পারবেন না। সীমিত পরিমাণে খেলে পান খুবই স্বাস্থ্য সহায়ক। বলছেন পুষ্টিবিদ অবনী কৌল।
advertisement
3/6
পানপাতার অ্যান্টিঅক্সিড্যান্টের গুণে হজমশক্তি বেড়ে যায়। পরিপাক মসৃণ হয়। গ্যাস, অম্বল-সহ বদহজমের সব সমস্যা দূর করে পানপাতা।
advertisement
4/6
পানের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপ্টিক গুণ দাঁতের অসুখ দূর করে। মুখগহ্বরের সুস্বাস্থ্য বজায় রাখে।
advertisement
5/6
সর্দিকাশি, গলা খুসখুস, পুরনো সর্দিকাশির মতো অস্বস্তিকর সমস্যা কমে যায় পান খেলে।
advertisement
6/6
ডায়াবেটিস বা ব্লাড সুগারেও পান খুব উপকারী। নিয়মিত পান খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Betel Leaves (Paanpata) Benefits: রোজ ১ খিলি পান ‘এভাবে’ মুখে ফেললেই বাজিমাত! কুপোকাত হবে ব্লাড সুগার! উবে যাবে মুখ আর নিঃশ্বাসের পচা গন্ধ!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল