Valentine Day gift: ছোট জিনিসেই হবে বাজিমাৎ! দাম নয় প্রেমের জয়, সস্তার বাজেটে কাছে পাবেন সঙ্গীকে
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
এই মাসের ১৪ তারিখে ভালবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়। মনোবিদ ভাস্কর মিত্র জানান, ছেলে কিংবা মেয়ে যে কেউ উপহার পেলে খুশি হয়। সেক্ষেত্রে ভালবাসা দিবসে সঙ্গীকে বিশেষ কিছু উপহার বেছে নিতে পারেন।
advertisement
1/6

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পেরলেই ভালবাসার সপ্তাহে অনেকেই নানা ধরনের পরিকল্পনা করেন। এসময় ভালবাসার মানুষের মনে জায়গা করে করে নিতে কি উপহার দেবে তা নিয়ে বুঝে পারেন না।
advertisement
2/6
এই মাসের ১৪ তারিখে ভালবাসা দিবস বাড়ি ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়। মনোবিদ ভাস্কর মিত্র জানান, ছেলে কিংবা মেয়ে যে কেউ উপহার পেলে খুশি হয়। সেক্ষেত্রে ভালবাসা দিবসে সঙ্গীকে বিশেষ কিছু উপহার বেছে নিতে পারেন।
advertisement
3/6
বর্তমান সময়ে ভালবাসার মানুষটিকে উপহার হিসেবে ফুল দিলেও গ্রিটিংস কার্ড দেওয়ার তেমন প্রচলন নেই, সেক্ষত্রে অভিনবত্ব হিসাবে এটি দিতে পারেন। তাতে ভাল লাগা কোনও মুহূর্তের কথা অথবা মনের কোনও ইচ্ছার কথা লিখে দিতে পারেন।
advertisement
4/6
ভালবাসা দিবসে পারফিউম ও ফটোফ্রেম উপহার হিসাবে দিতে পারেন। পারফিউমের ভিন্ন সুগন্ধি পারফিউম অথবা বডি স্প্রে দিয়েও চমকে দিতে পারেন। আবার চাইলে ফটোফ্রেমে নিজেদের যুগল ছবি ফ্রেমে বাঁধিয়ে প্রিয়জনকে উপহার দিন।
advertisement
5/6
প্রিয়জনের সঙ্গে সবসময় যুক্ত থাকার জন্য ইলেকট্রনিক লাভবক্সের চেয়ে ভাল উপহার আর কি বা হতে পারে। লাভবক্স আপনার প্রিয়জনের সঙ্গে ইতিবাচক ও ভালবাসার বার্তা পৌঁছাবে। বিভিন্ন অনলাইন ই-কমার্স পোর্টালে খুব সহজেই এটি পেয়ে যাবেন।
advertisement
6/6
ফুল ভালবাসে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। কম-বেশি সবাই ফুলকে ভালবাসে। কাজেই ভালবাসা দিবসে আপনি যাকে ভালবাসেন তাকে একগুচ্ছ ফুল দিয়েই বরণ করে নিতে পারেন। ফুল হোক ভালবাসার মানুষটির জন্য উপহার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentine Day gift: ছোট জিনিসেই হবে বাজিমাৎ! দাম নয় প্রেমের জয়, সস্তার বাজেটে কাছে পাবেন সঙ্গীকে