Best Pillow for Prevent Hairfall: রোজ ঝরছে মুঠো মুঠো চুল, আজই বদলে ফেলুন বালিশের কভার ৭ দিনে মিলবে ফল!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Best Pillow for Prevent Hairfall: ছোট থেকে বড় চুলের গড়ন, ঘনত্ব, দৈর্ঘ্য এবং অকালপক্বতা-সহ অন্যান্য সমস্যায় বহু মানুষ ভুগছে। বৃষ্টির সময়ে আরও বাড়ে চুল পড়ার প্রবণতা।
advertisement
1/6

ছোট থেকে বড় চুলের গড়ন, ঘনত্ব, দৈর্ঘ্য এবং অকালপক্বতা-সহ অন্যান্য সমস্যায় বহু মানুষ ভুগছে। বৃষ্টির সময়ে আরও বাড়ে চুল পড়ার প্রবণতা।
advertisement
2/6
প্রতিদিন সামান্য পরিমাণ চুল পড়া স্বাভাবিক৷ তবে প্রতিদিন গোছা গোছা চুল পড়তে থাকলে সমস্যার কারণ তো বটেই৷ চুল পড়া কমাতে এবং চুলের স্বাস্থ্য ভাল করতে নিজের বালিশের উপর নজর দিন।
advertisement
3/6
বালিশ (pillow) নিয়ে আমাদের অনেকেরই অনেক বায়না আছে। কেউ ভালোবাসেন নরম শিমুল তুলোর বালিশ তো কারও আবার পছন্দ শক্ত বালিশে ঘুম।
advertisement
4/6
ফোম ব্যবহার না করে তুলার বালিশ ব্যবহার করাই ভাল। বালিশ বেশি উঁচু হবে না, আবার খুব নিচুও হবে না। সাধারণত বালিশের উচ্চতা চার থেকে ছয় ইঞ্চি হতে পারে। তবে, শারীরিক গঠন অনুযায়ী বালিশের উচ্চতা বাড়তে পারে।
advertisement
5/6
সুতির বালিশে খুব বেশি ঘর্ষণ তৈরি হয়, যার ফলে চুলে জট হতে পারে। এমনকী চুলের গোড়া ভেঙে যেতে পারে। সিল্ক বা সাটিনের বালিশের সিল্কি-মসৃণ ফ্যাব্রিক চুল পড়াপ সমস্যা কমায়।সুতির বালিশে খুব বেশি ঘর্ষণ তৈরি হয়, যার ফলে চুলে জট হতে পারে। এমনকী চুলের গোড়া ভেঙে যেতে পারে। সিল্ক বা সাটিনের বালিশের সিল্কি-মসৃণ ফ্যাব্রিক চুল পড়াপ সমস্যা কমায়।
advertisement
6/6
সিল্ক বা সাটিন উভয়ই একটি ভাল আর্দ্রতা থাকে ফ্যাব্রিক। এর মান আপনার চুল ডিহাইড্রেটেড বা প্রাণহীন লাগবেনা। তবে, এক থেকে দেড় বছরের বেশি কোনও বালিশ ব্যবহার করা উচিত নয়। দুই বছর পর বালিশ পরিবর্তন করা প্রয়োজন হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Best Pillow for Prevent Hairfall: রোজ ঝরছে মুঠো মুঠো চুল, আজই বদলে ফেলুন বালিশের কভার ৭ দিনে মিলবে ফল!