Hair Growth Tips: টাক মাথাতেও উপচে পড়বে কালো চুল! তেলের বদলে মাখুন বিরিয়ানির এই জিনিস...
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Hair Growth Tips: কারও পাকা চুল! কারও অতিরিক্ত চুল উঠছে! চুলের ডগা ফেটে রুক্ষ চুল নিয়েও অসন্তুষ্ট কেউ কেউ। প্রিয় খাবার বিরিয়ানিতেই যে রয়েছে সমাধান! জেনে নিন।
advertisement
1/9

চুল নিয়ে অনেকেই অনেক সমস্যায় ভোগেন। কারও পাকা চুল! কারও অতিরিক্ত চুল উঠছে! চুলের ডগা ফেটে রুক্ষ চুল নিয়েও অসন্তুষ্ট কেউ কেউ।
advertisement
2/9
কিছু করেই কিছু ফল মিলছে না? সব টিপস ফেল? একেবারেই না। ভুলে যাচ্ছেন সেরা টোটকার কথা!
advertisement
3/9
শুধু টোটকা নয়, রয়েছে বৈজ্ঞানিক ভিত্তিও। বিরিয়ানি খেতে যদি ভালবাসেন, তবে মুশকিল আসান হবে প্রিয় খাবারেই।
advertisement
4/9
কথা হচ্ছে ঘিয়ের! রসনা তৃপ্তিতে যেমন এর বিকল্প নেই তেমনই ঘিয়ের গুণাগুণ একাধিক। চুলের জন্য কী ভাবে কার্যকরী ঘি জানেন?
advertisement
5/9
বিশেষজ্ঞ ডাঃ সিন্থিয়া কব (Dr. Cynthia Cobb) জানান,অ্যাণ্টি অক্সিডেন্টে ভরপুর ঘি মাথার ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস দূর করে। এতে চুল ঘন হয়। চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজায়।
advertisement
6/9
ঘি চুল আর্দ্র রাখে। ফলে যাঁদের শুষ্ক চুলের সমস্যা, তাঁদের সমস্যা কমবে ঘিয়ের গুণে।
advertisement
7/9
ঘি একটু গরম করে চুলের গোড়ায় লাগিয়ে তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন। ১ ঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে দুদিন করতে পারেন।
advertisement
8/9
নারী শরীর বিশেষজ্ঞ ডাঃ সিন্থিয়া কব (Dr. Cynthia Cobb) জানান,ঘিয়ের এই ম্যাজিকেই নতুন করে চুল গজাবে। চুল হবে তরতাজা।
advertisement
9/9
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Growth Tips: টাক মাথাতেও উপচে পড়বে কালো চুল! তেলের বদলে মাখুন বিরিয়ানির এই জিনিস...