Offbeat Destination: খরচ করে বিদেশ যাবেন কেন? বাড়ির কাছেই ভার্জিন বিচ! কীভাবে যাবেন, খরচ কত, রইল রুট ম্যাপ
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Bengal Tourism: এই সমুদ্র সৈকত ভার্জিন সমুদ্র সৈকত হিসাবে পরিচিত সকলের কাছে। এবার পুজোয় সাদাবালির সৈকতে লাল কাঁকড়ার দেশ দেখতে ঘুরে আসুন লালগঞ্জ।
advertisement
1/6

এবার পুজোয় সাদাবালির সৈকতে লাল কাঁকড়ার দেশ দেখতে ঘুরে আসুন লালগঞ্জ। এই সমুদ্র সৈকত ভার্জিন সমুদ্র সৈকত হিসাবে পরিচিত সকলের কাছে।
advertisement
2/6
নামখানা থেকে গাড়িতে চেপে আপনি পৌঁছে যেতে পারেন এখানে। নির্জন সৈকতে একদিকে বঙ্গোপসাগর অন্যদিকে সুন্দরবনের লোথিয়ান আইল্যান্ড।
advertisement
3/6
লালগঞ্জে আসলে থাকা খাওয়া সবকিছু মিলিয়ে খরচ পড়বে মাথাপিছু ৫০০০ টাকার কাছাকাছি। এখানে সমুদ্রের ধারের সুমিষ্ট বাতাসে মন ভাল হয়ে যাবে আপনার।
advertisement
4/6
সকালে আর বিকেলে এখানে মনোরম থাকে আবহাওয়া। এখানে রাতের দিকে সমুদ্রের ধারে নোনা হাওয়ার মধ্যে মাছ ভাজা খাওয়ার মজা, দিনের বেলা খোলা সৈকতে লাল কাঁকড়া দেখার মজাই আলাদা।
advertisement
5/6
লালগঞ্জ কলকাতা থেকে মাত্র ১৩০ কিমি দূরে অবস্থিত। গাড়ি নিয়েই পৌঁছে যাওয়া যায় সেখানে। ট্রেনে করে তো যাওয়া যায়। এখানে সৈকতের পাশে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। রয়েছে ঝাউয়ের জঙ্গল।
advertisement
6/6
এখানে ঢেউয়ের গর্জন বেশি। ভাঁটার সময় জল অনেকটা পিছিয়ে যায় এখানৈ। সেজন্য এখানে আসার আগে গ্রামের লোকের থেকে জোয়ার ভাটার সময় না জেনে নিলে বিপদে পড়তে পারেন আপনি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Offbeat Destination: খরচ করে বিদেশ যাবেন কেন? বাড়ির কাছেই ভার্জিন বিচ! কীভাবে যাবেন, খরচ কত, রইল রুট ম্যাপ