Offbeat Destination: পয়লা নম্বর টুরিস্ট স্পট! গরম পড়ার আগেই কুলপির পয়লা নম্বরে ঘুরে আসুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
দীঘা, বকখালিতে অনেক ঘুরেছেন। এবার নতুন কোনো জায়গায় যেতে চান। তাহলে বসন্তের শুরুতেই ঘুরে আসুন ঘুরে আসুন কুলপির পয়লা নম্বরে।
advertisement
1/6

দীঘা, বকখালিতে অনেক ঘুরেছেন। এবার নতুন কোনো জায়গায় যেতে চান। তাহলে বসন্তের শুরুতেই ঘুরে আসুন ঘুরে আসুন কুলপির পয়লা নম্বরে।
advertisement
2/6
এই জায়গার বিস্তীর্ণ খোলা তটভূমি মুগ্ধ করবে আপনাকে। এখানে আসতে গেলে শিয়ালদহ থেকে আপনাকে নামখানা লোকালে চেপে আসতে হবে নিশ্চিন্তপুরে।
advertisement
3/6
হুগলি নদীর তীরে পলি জমে ধীরে ধীরে গড়ে উঠছিল এই স্থান। বর্তমানে এই স্থান অনেকটাই বিস্তার লাভ করেছে। ফলে এক বিস্তীর্ণ তটভূমি সৃষ্টি হয়েছে এখানে।
advertisement
4/6
হাতে খুব অল্প সময় থাকলে এই স্থানে আসতে পারেন আপনি। তবে এই স্থানে থাকার জন্য ভালো হোটেল নেই। এখানে আসলে আপনাকে ফিরতে হবে সন্ধ্যার আগে।
advertisement
5/6
থাকার জন্য এখান থেকে আপনি বাসে চেপে কাকদ্বীপ অথবা ডায়মন্ডহারবারে পৌঁছে হোটেল নিতে পারেন। অথবা আপনি বাড়িতে ফিরে যেতে পারেন।
advertisement
6/6
তাহলে আর চিন্তা কি হাতে কম সময় থাকলে বসন্তের শুরুতেই ঘুরে আসুন ঘুরে আসুন কুলপির পয়লা নম্বরে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Offbeat Destination: পয়লা নম্বর টুরিস্ট স্পট! গরম পড়ার আগেই কুলপির পয়লা নম্বরে ঘুরে আসুন