Uric Acid: প্রোটিনের ভাণ্ডার, বাজারে দেখেও কিনছেন না? পাতে এই কয়েকটি মাছ রাখলেই জব্দ হবে ইউরিক অ্যাসিড!
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Fish to control uric acid: যেসব মাছে পিউরিন কম, সেগুলি দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। জানালেন পু্ষ্টিবিদ লভনীত বাত্রা।
advertisement
1/9

দেহের অন্দরে চলতে থাকা একাধিক সমস‍্যার একটি বড় কারণ হল ইউরিক অ‍্যাসিড। অস্বাস্থ‍্যকর জীবনযাপন থেকে শুরু ভুলভাল খাওয়া দাওয়া বিভিন্ন কারণে শরীরের মধ‍্যে বেড়ে যায় ইউরিক অ‍্যাসিডের মাত্রা।
advertisement
2/9
ইউরিক‍ অ‍্যাসিডের মাত্রা বেড়ে গেলে তা নিয়ন্ত্রণ করার জন‍্য প্রয়োজন খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে করা। ইউরিক অ‍্যাসিড বেড়ে গেলে তাই চিকিত্‍সকরা বেশ কিছু খাবারকে একেবারে দূরে রাখার পরামর্শ দেন।
advertisement
3/9
আবার চিকিত্‍সকদের মতে ইউরিক অ‍্যাসিডকে কাবু করতে কয়েকটি খাবারা ডায়েটে অর্ন্তভুক্ত করাও জরুরি। বাঙালির অন‍্যতম প্রিয় হল মাছ। মাছের প্রতি বাঙালির ভালবাসা প্রবল।Image: News18
advertisement
4/9
যেসব মাছে পিউরিনের মাত্রা সেগুলি ইউরিক অ‍্যাসিডের সমস‍্যার ক্ষেত্রে দূরে রাখাই শ্রেয়। তবে যেসব মাছে পিউরিন কম, সেগুলি দেহে ইউরিক অ‍্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। জানালেন পু্ষ্টিবিদ লভনীত বাত্রা।
advertisement
5/9
পু্ষ্টিবিদ লভনীত বাত্রা জানালেন, ম‍্যাকরেল মাছ কম পিউরিনযুক্ত। তাই এই সামুদ্রিক মাছ ইউরিক দূরে রাখতে দিব‍্যি খাওয়া যেতে পারে। ম‍্যাকরেলে থাকে ওমেগা-৩ ফ‍্যাটি অ‍্যাসিড।
advertisement
6/9
ওমেগা-৩ ফ‍্যাটি অ‍্যাসিডের প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। প্রদাহ প্রায়শই গেঁটেবাতের সাথে যুক্ত, তাই ম্যাকারেলের মতো ওমেগা-৩ সমৃদ্ধ খাবার গ্রহণ করলে গেঁটেবাতের লক্ষণগুলির তীব্রতা কমাতে সাহায্য করতে পারে।
advertisement
7/9
রুই: বাঙালির পরিচিত মাছ রুই। স্বাদু জলের মাছ রুইও উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রাযুক্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। এটি প্রোটিনের একটি ভাল উত্‍স।
advertisement
8/9
তেলাপিয়া: তেলাপিয়া মাছেও পিউরিন কম থাকে। ইউরিক‍ অ‍্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এই মাছও উপকারী।
advertisement
9/9
পমফ্রেট: অনেকেরই প্রিয় মাছ পমফ্রেট। সুস্বাদু এই মাছও উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রাযুক্ত ব্যক্তিদের জন্য নিরাপদ বলে মনে করা হয়। এটি হাল্কা প্রোটিনের একটি উৎস এবং তুলনামূলকভাবে পিউরিনের পরিমাণ কম। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Uric Acid: প্রোটিনের ভাণ্ডার, বাজারে দেখেও কিনছেন না? পাতে এই কয়েকটি মাছ রাখলেই জব্দ হবে ইউরিক অ্যাসিড!