TRENDING:

সুতির চাদরের বিছানায় ঘুমোন, রেহাই পান একাধিক সমস্যা থেকে

Last Updated:
Benefits of cotton bed sheet : বিরল৷ জামাকাপড় থেকে বিছানার চাদর-সুতির উপকারিতা অতুলনীয়৷ দেখে নেওয়া যাক কেন আমরা বিছানায় সব সময় সুতির চাদর পাতব৷
advertisement
1/5
সুতির চাদরের বিছানায় ঘুমোন, রেহাই পান একাধিক সমস্যা থেকে
আমাদের দেশের মতো ক্রান্তীয় উষ্ণতার দেশে সুতির মতো উপকারী তন্তু বিরল৷ জামাকাপড় থেকে বিছানার চাদর-সুতির উপকারিতা অতুলনীয়৷ দেখে নেওয়া যাক কেন আমরা বিছানায় সব সময় সুতির চাদর পাতব৷
advertisement
2/5
জীবনযাত্রার ক্রমবর্ধমান আমরা অনেকেই এখন অনিদ্রা বা ইনসমনিয়ার শিকার হয়ে পড়েছি৷ এই সমস্যার পিছনে একাধিক কারণ আছে৷ প্রতিকারও আছে বহু৷ সেগুলির মধ্যে একটি হল বিছানায় আরামদায়ক সুতির চাদর ব্যবহার৷ এর ফলে ঘুম আসতে সুবিধে হবে৷ কমবে অনিদ্রার সমস্যা৷
advertisement
3/5
সুতি সব সময়ই অ্যান্টি অ্যালার্জিক৷ যে কোনও ত্বকের জন্য সুতির চাদর নিরাপদ৷ সুতিতে জীবাণুর বংশবৃদ্ধির আশঙ্কা কম৷ তাছাড়া সুতির চাদরে আর্দ্রতা কম হওয়ার জন্য এটা খুবই আরামদায়ক৷
advertisement
4/5
সুতিকে বলা হয় ‘ব্রেদেবল ফ্যাব্রিক’৷ শরীরের অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয় সুতির মতো তন্তু৷ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সুতি৷ গরমকালে শরীরকে ঠান্ডা রাখে সুতির কোমল পরশ৷ গরমে ত্বকে নানা রকমের সংক্রমণ হয়৷ সুতির চাদরে ঘুমোলে সেই সমস্যার আশঙ্কা কমে অনেকটাই৷
advertisement
5/5
যাঁদের শ্বাসকষ্ট আছে, তাঁদের জন্য শ্বাসপ্রশ্বাসের সমস্যা দূর করে সুতির চাদর৷ বিশেষ করে যাঁরা হাঁপানির রোগী, তাঁদের ক্ষেত্রে সুতি ছাড়া কৃত্রিম তন্তু সব সময়ই বর্জনীয়৷ সুতির মধ্যে আজরাখ, ইক্কত, কটকী-নানা রকমের প্রিন্ট এখন আলো করে আছে বাজারের নানা হ্যান্ডলুমের দোকান৷ পছন্দ করে নিন সেই সম্ভার থেকে৷ ঘরের সৌন্দর্যের পাশাপাশি বজায় থাকবে শারীরিক সুস্থতাও৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
সুতির চাদরের বিছানায় ঘুমোন, রেহাই পান একাধিক সমস্যা থেকে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল