Bedroom Vastu Tips: এই জিনিসগুলো ভুলেও রাখবেন না বিছানার নীচে! তছনছ হতে পারে জীবন! দেখা দিতে পারে তুমুল অর্থ সঙ্কট!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bedroom Vastu Tips: বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন এমন কিছু জিনিস আছে যা ঘুমানোর সময় বিছানার নীচে রাখা উচিত নয়। কারণ এর ফলে ব্যক্তির জীবনে সুখ শান্তি সব নষ্ট হয়ে যায়।
advertisement
1/6

সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর মানুষ বিছানায় ঘুমাতে যান। যাবতীয় ক্লান্তি দূর করার পাশাপাশি সঠিক ও স্বাস্থ্যসম্মত নিদ্রা বাড়ায় জীবনীশক্তি। আসে কাজের নতুন উদ্যম। কিন্তু বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন এমন কিছু জিনিস আছে যা ঘুমানোর সময় বিছানার নীচে রাখা উচিত নয়। কারণ এর ফলে যদি বাস্তুতে যে দোষ থাকে তাহলে ব্যক্তির জীবনে সুখ শান্তি সব নষ্ট হয়ে যায়। পাশপাশি আর্থিক সংকটের সৃষ্টি হয়। জেনে নেওয়া যাক ঘুমানোর সময় বিছানার নিচে কোন জিনিস রাখা উচিত নয়।
advertisement
2/6
ইলেকট্রনিক পণ্য : এই ধরণের জিনিস রাখবেন না এমন অনেক ইলেকট্রনিক পণ্য রয়েছে, যা একেবারেই বিছানার নীচে রাখা উচিত নয়। এটি বাস্তু ত্রুটি তৈরি করে। পাশাপাশি মানসিক শান্তি বিঘ্নিত করে। মনের ওপর চাপের সৃষ্টি হয়। সেই সঙ্গে ঘুমের সমস্যা তৈরি হয়। শরীর খুব ক্লান্ত হয়ে ওঠে।
advertisement
3/6
কাপড়ের ব্যাগ : কখনোই এই ধরণের ব্যাগ রাখবেন না বিছানার তোষকের নিচে। অনেকেই বিছানার নীচে কাপড়ের ব্যাগ রাখেন। কেউ কেউ আবার বিছানার নীচে ছেঁড়া কাপড়ের বান্ডিল রাখেন। এটি কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে একেবারেই ঠিক নয়। কারণ সেই ঘরে তার নেতিবাচক শক্তি ছড়াতে শুরু করে। এর সঙ্গে বাস্তু দোষ ঘরের সুখ-শান্তি নষ্ট করে।
advertisement
4/6
ঘুমরচে পড়া লোহা ও প্লাস্টিকের বস্তু: কখনও এই ধরণের কোনও জিনিস রাখবেন না খাটের নীচে। কারণ তাতে আপনাদের ঘরে সুখ শান্তি নষ্ট হতে পারে। কারণ,বাস্তুশাস্ত্র অনুসারে, বিছানা বা খাটের নীচে কোনও মরিচা পড়া লোহার জিনিস একাবারেই রাখবেন না। কারণ এতে বাস্তু ত্রুটি বাড়িয়ে খুব আর্থিক সংকট দেখা দেয়। এছাড়া বিছানার নিচে প্লাস্টিকের জিনিস রাখলে বাস্তু দোষের প্রবল আশঙ্কা থেকে যায়।
advertisement
5/6
ঝাড়ু : এটি অবশ্য অনেকেই জানেন। তবুও সতর্ক থাকুন। বিছানার তলাতে অনেকেই ঝাড়ু অনেকেই রাখেন। তা কিন্তু একেবারেই রাখবেন না। কারণ ,খাটের নীচে ঝাড়ু রাখাও খুব অশুভ। কারণ এর ফলে মন ও মাথায় অনেক খারাপ প্রভাব পড়ে। আর সংসারে অনেক আর্থিক অনটন দেখা দিতে পারে এর ফলে। এমনকি পরিবারের সদস্যরা অসুস্থ হয়েও পড়তে পারেন ঘন ঘন। বাড়ি থেকে রোগ ছাড়ে না দিনের পর দিন।
advertisement
6/6
জুতো : বিছানার আশেপাশে কখনও রাখবেন না জুতো। মনে রাখবেন, বাস্তু শাস্ত্র মতে, গহনা, কাচ, পাদুকা ও তেল কোনভাবেই বিছানার তলায় রাখা উচিত নয়। তাছাড়া সোনা, রুপো, তাছাড়া অন্যান্য ধাতুর গহনা খাটের নীচে কক্ষনোই রাখবেন না। মনে রাখবেন, খাটের নীচে জুতা একেবারেই রাখবেন না। এতে খারাপ প্রভাব ফেলে। এছাড়া বিছানায় কোনও কাঁচ জাতীয় জিনিস বা তেল রাখবেন না। এগুলি খুবই ক্ষতিকর বলে মনে করছেন বাস্তু বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bedroom Vastu Tips: এই জিনিসগুলো ভুলেও রাখবেন না বিছানার নীচে! তছনছ হতে পারে জীবন! দেখা দিতে পারে তুমুল অর্থ সঙ্কট!