advertisement
1/6

চুল পাতলা হয়ে যাচ্ছে? চুল পেকে গেলে না হয় রং, হাইলাইট করা যায়, কিন্তু চুল পড়ে পাতলা হতে ষুরু করলে প্রায় কিছুই করার থাকে না৷ পাতলা চুলের ফাঁকে ফাঁকে টাক দেখতে কারোই বাল লাগে না৷ জেনে নিন ঘরোয়া উপায়ে কীবাবে আটকাবেন চুল পাতলা হওয়া৷
advertisement
2/6
চুল পড়ার সমাধান করতে পারে ডিম৷ ডিমের মধ্য়ে থাকা প্রোটিন, ভিটামি বি১২, আয়রন, জিঙ্ক আর ওমেগা সিক্স ফ্য়াটি অ্য়াসিড চুলের বৃদ্ধি ও ঘনত্ব বাড়াতে সাহায্য় করে৷
advertisement
3/6
একটা ডিমের সঙ্গে ১ টেবল চামচ অলিভ অয়েল মিশিয়ে ভাল করে ফেটিয়ে মিহি মাস্ক তৈরি করুন৷ অলিভ অয়েলের বদলে নারকেল তেলও ব্য়বহার করতে পারেন৷
advertisement
4/6
এই মিশ্রণ ভাল ভাবে তালুতে মাসাজ করুন৷ চুলের গোড়া থেকে শুরু করে ডগা পর্যন্ত করবেন৷
advertisement
5/6
মাসাজ করে ৩০ মিনিট রেখে দিন৷
advertisement
6/6
ঠান্ডা জলে শ্য়াম্পু করে চুল ধুয়ে ফেলুন৷ গরম জল ব্য়বহার করবেন না৷