TRENDING:

Beauty Tips: পুজোর আগে ঝলমল করবে ত্বক-নাক, ব্ল্যাকহেডস হবে নিমেষে দূর, রইল দারুণ সহজ ঘরোয়া টোটকা

Last Updated:
How to get rid of Blackheads: ব্ল্যাকহেডস দূর করতে নখ ব্যবহার করবেন না। আসলে, মুখের ব্ল্যাকহেডস ত্বকের ভিতর থেকে গজায়। নখ ব্যবহারে ব্রণ হওয়ার ভয় থাকে। 
advertisement
1/6
পুজোর আগে ঝলমল করবে ত্বক-নাক, ব্ল্যাকহেডস হবে নিমেষে দূর, রইল দারুণ সহজ টোটকা
*পুজোর আগে ব্ল্যাকহেডসের সমস্যা? মুখের ও নাকের ছিদ্রে ময়লা?অনেক সময় মহিলারা হাত দিয়ে চাপ দিয়ে এগুলি পরিষ্কার করতে যান, প্রবল চাপের কারণে মুখে দাগ পড়ারও ভয় থাকে। তবে ব্ল্যাকহেডসের সমস্যা থেকে রেহাই পেতে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান, ব্ল্যাকহেডস দূর করতে নখ ব্যবহার করবেন না। আসলে, মুখের ব্ল্যাকহেডস ত্বকের ভিতর থেকে গজায়। নখ ব্যবহারে ব্রণ হওয়ার ভয় থাকে। সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*অনেক সময় ব্ল্যাকহেডসের জ্বালায় আমরা এতটাই বিরক্ত হই, যার কারণে আমরা হাত দিয়ে দূর করতে শুরু করি। এতে করে ক্ষত হওয়ার ভয় থাকে যা পরে মুখে দাগ পড়ে। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*এই সমস্যা থেকে রক্ষা পেতে তুলো আর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এ ছাড়াও বেকিং সোডার সঙ্গে দুটি চামচে কমলা লেবুর খোসা নিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে নিন। এরপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*বিউটি এক্সপার্ট সঙ্গীতা আরও জানান, মধু আর সি সল্ট একসঙ্গে লাগিয়ে, ব্ল্যাকহেডসের জায়গায় লাগিয়ে নিন। ৫ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন। এতে কিছুটা কমবে ব্ল্যাকহেডসের সমস্যা। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*এক চা চামচ জলে হলুদ মিশিয়ে ব্ল্যাকহেডসের জায়গায় লাগান উপকার পাবেন। এই ভাবেই ঘরোয়া কিছু উপায় দূর করুন ব্ল্যাকহেডসের সমস্যা। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Beauty Tips: পুজোর আগে ঝলমল করবে ত্বক-নাক, ব্ল্যাকহেডস হবে নিমেষে দূর, রইল দারুণ সহজ ঘরোয়া টোটকা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল