advertisement
1/11

শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন'স উইক৷ আরক মাত্র কয়েক দিন ভ্যালেন্টাইন'স ডে৷ ওই দিনের ডেট একটু স্পেশ্যাল৷ সঙ্গীর চোখে নিজেকে আকর্ষণীয় করে তুলবেন কীভাবে এই কদিনে জেনে নিন৷
advertisement
2/11
এই ৭ দিন প্রথমেই জোর দিন ত্বক পরিষ্কার রাখার ওপর৷ তাই বেছে নিন ত্বকের উপযুক্ত ক্লিনজার ও টোনার৷ পরিষ্কার করে মুখ ধোওয়ার পর অবশ্যই লাগাতে হবে টোনার৷
advertisement
3/11
এই ৭ দিন ভাল টোনার লাগানোর পর মুখে লাগান ফ্রুট মাস্ক৷ টোম্যাটো, লেবু, দুধ, মধুর মতো বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি করে নিন ফ্রুট মাস্ক৷
advertisement
4/11
এই ৭ দিন কিন্তু কোনও ভাবেই মেকআপ না তুলে শুতে যাবেন না৷ বেশি ভাল ফল পেতে মেকআপ তুলুন বেবি অয়েল দিয়ে৷ তুলোয় অল্প বেবি অয়েল লাগিয়ে আলতো করে মুছে মেকআপ তুলে নিন৷
advertisement
5/11
এই ৭ দিন কিন্তু সানস্ক্রিন লাগাতে ভুললেও চলবে না৷ যতক্ষণ সময় বাইরে থাকছেন সেই অনুযায়ী বেছে নিন এসপিএফ যুক্ত সানস্ক্রিন৷
advertisement
6/11
সপ্তাহে দুবার অন্তত এক্সফোলিয়েট করা প্রয়োজন৷ তাই তৃতীয় ও ষষ্ঠ দিনে ভাল কোনও এক্সফোলিয়েটিং স্ক্রাব দিয়ে মুখের মরা চামড়া তুলে নিন৷
advertisement
7/11
প্রতিদিন মেকআপ তোলার পর অবশ্যই ভাল করে ময়শ্চারাইজার লাগান মুখে৷ চোখের তলায় লাগান আন্ডার আই সিরাম৷
advertisement
8/11
চতুর্থ দিনের মধ্যেই ত্বকে জেল্লা দেখা দিতে শুরু করবে৷ এই দিন ক্লিনজিং-এর পর মুখে ১০ মিনিট স্টিম দিন৷ তারপর ওটস ও মধুর প্যাক লাগান৷ প্যাক তুলে টোনার ও ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না৷
advertisement
9/11
পঞ্চম দিনে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং-এর পর অ্যালয় ভেরা জেল মাসাজ করুন খুব ভাল করে৷ এসপিএফ যুক্ত অ্যালয় ভেরা মাসাজ করলে আর আলাদা করে সানস্ক্রিন লাগানোর প্রয়োজন নেই৷
advertisement
10/11
ত্বক ভাল রাখার জন্য প্রয়োজন নিজেকে হাইড্রেটেড রাখা৷ তাই এই ৭ দিন পর্যাপ্ত জলপান করুন৷ শুধু জল নয়, ফলের রস বা স্যুপের মতো যেকোনও পুষ্টিকর তরলই ত্বক হাইড্রেটেড রাখবে৷
advertisement
11/11
এই ৭ দিন কিন্তু বাইরে খাওয়া ভুলে যান৷ বাড়িতেও বেশি তেল-মশলাযুক্ত খাবার না খেয়ে পুষ্টিকর শাক-সব্জি, ফল, বাদাম খান৷ যার প্রভাব ত্বকে পড়বেই৷