Beautiful girls Increase Heart Attack Risk: এই মেয়েরা পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়! চাঞ্চল্যকর তথ্য জানালেন গবেষকরা!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Beautiful girls Increase Heart Attack Risk: কী কারণে হয় হার্ট অ্যাটাক? এই নিয়ে একাধিক কারণ জানান চিকিৎসকেরা। কিন্তু এবার একটি গবেষণায় উঠে এল এই সংক্রান্ত এক চাঞ্চল্যকর তথ্য।
advertisement
1/10

হার্ট অ্যাটাক বা হৃদরোগের ভয় ক্রমশ বাড়ছে নারী পুরুষ নির্বিশেষে। পুরুষদের মধ্যে তুলনামূলকভাবে বেশি এই বিপদের প্রবণতা। কিন্তু কী কারণে হয় হার্ট অ্যাটাক? এই নিয়ে একাধিক কারণ জানান চিকিৎসকেরা। কিন্তু এবার একটি গবেষণায় উঠে এল এই সংক্রান্ত এক চাঞ্চল্যকর তথ্য (Beautiful girls Increase Heart Attack Risk)। প্রতীকী ছবি।
advertisement
2/10
গবেষণা বলছে, পুরুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় সুন্দরী মহিলারা! শুনলে চমকে গেলেও এই গবেষণার দাবি এমনটাই। স্পেনের একদল গবেষক দাবি করেছেন, সুন্দরী নারীদের দেখলে ছেলেদের হৃদস্পন্দন বেড়ে যায়। আর তাতেই বাড়তে পারে হৃদরোগের মতো সমস্যা। প্রতীকী ছবি।
advertisement
3/10
এ ব্যাপারে সময় থাকতেই সংযত হওয়া জরুরি বলে পরামর্শ এই গবেষকদের। ডব্লিউবিএমডির একটি প্রতিবেদনে এটি প্রথম জানানো হয় (Beautiful girls Increase Heart Attack Risk)। প্রতীকী ছবি।
advertisement
4/10
এই প্রতিবেদনে স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলেছেন, সুন্দরী মেয়েরা এগিয়ে এলে ছেলেদের মানসিক চাপ অনেক বেড়ে যায়। মানসিক চাপ বাড়ার এই প্রবণতা অপরিচিত সুন্দরী মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। প্রতীকী ছবি।
advertisement
5/10
স্পেনের ওই গবেষকদের দাবি, সুন্দরী দেখলেই বেশিরভাগ ছেলেদের যেভাবে বুক ধড়ফড় করা বেড়ে যায়, তাতে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয় (Beautiful girls Increase Heart Attack Risk) । প্রতীকী ছবি।
advertisement
6/10
দীর্ঘ ৯ বছর ধরে গবেষণার পর স্পেনের এই গবেষকরা এই অভিনব সিদ্ধান্তে পৌঁছেছেন। স্পেনের এই গবেষকদের দাবি, সুন্দরী নারীদের আচমকা দেখলে এই মানসিক চাপ কখনও কখনও এতটাই মারাত্মক হতে পারে যে তা হার্ট অ্যাটাক পর্যন্ত ঘটাতে পারে! প্রতীকী ছবি।
advertisement
7/10
ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, তারা ৮৪ জন স্বেচ্ছাসেবক পুরুষের উপর গবেষণা চালানোর পরে তারা দেখেছেন যে সুন্দরী মেয়েদের কাছে আসার পাঁচ মিনিটের মধ্যে ছেলেদের হৃদস্পন্দন উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। প্রতীকী ছবি।
advertisement
8/10
গবেষণায় (Beautiful girls Increase Heart Attack Risk) বলা হচ্ছে এই ৫ মিনিটের মধ্যে ছেলেদের শরীরে ‘করটিসল’ নামক বিশেষ হরমোনের ক্ষরণ অনেক বেড়ে যায়। এই ‘কর্টিসল’ হরমোনের অত্যধিক নিঃসরণ আমাদের হৃদযন্ত্রের ক্ষতির ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়।
advertisement
9/10
একই সঙ্গে ডায়াবেটিস বা বিভিন্ন স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে। সুতরাং, সুন্দরী মেয়েদের দেখলে সংযম করা জরুরী।
advertisement
10/10
সুন্দরী মেয়েরা ছেলেদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে। সম্প্রতি স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৯ বছর ধরে একটি সমীক্ষা চালিয়ে এমনটাই দাবি করেছেন। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Beautiful girls Increase Heart Attack Risk: এই মেয়েরা পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়! চাঞ্চল্যকর তথ্য জানালেন গবেষকরা!