Bathing Mistakes: স্নান করতে গিয়ে এতক্ষণ কী করছে মেয়ে? দরজা ভাঙতেই দৃশ্য দেখে শিউরে উঠলেন মা! আপনিও করছেন না তো স্নান করতে গিয়ে এই মারাত্মক ভুল? হতে পারে মৃত্যুও
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Bathing Mistakes: মাত্র ১৮ বছর বয়সে তরুণীর ওই ঘটনার উল্লেখ্য করে চিকিত্সক সাবধান করেছেন, স্নানের সময় কোন ভুল একেবারেই করা উচিত নয়।
advertisement
1/8

hi স্নান প্রতিদিনের রুটিনের একটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। শরীর সুস্থ রাখতে রোজ স্নান করা অত‍্যন্ত জরুরি। স্নানের প্রচুর উপকারিতা রয়েছে। তবে স্নান করার ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি। এমনকী স্নানের ছোট্ট ভুলও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। Image-AI (courtesy-dr_richa_tiwari Instagram)
advertisement
2/8
সোশ‍্যাল মিডিয়া সাইটে MBBS ডাক্তার রিচা তিওয়ারি স্নানের ভুল সম্পর্কে একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন স্নানের সময় একটি ভুলেই কীভাবে অসুস্থ হয়ে পড়েন অষ্টাদশী এক তরুণী।
advertisement
3/8
মাত্র ১৮ বছর বয়সে তরুণীর ওই ঘটনার উল্লেখ‍্য করে চিকিত্‍সক সাবধান করেছেন, স্নানের সময় কোন ভুল একেবারেই করা উচিত নয়। চিকিত্‍সক ভিডিওতে জানিয়েছেন বাথরুমে স্নান করছিলেন ওই তরুণী। অনেকক্ষণ দরজা খোলেননি দেখে তাঁর মায়ের সন্দেহ হয়। Image-AI (courtesy-dr_richa_tiwari Instagram)
advertisement
4/8
অনেকক্ষণ পরও দরজা না খোলায় তার মা দরজা ভেঙে ফেলেন। ভিতরে মেয়েটি মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করার পর জানা যায় যে তার হার্ট রেট এবং BP একদম নর্মাল ছিল। কিন্তু রক্তে কার্বোক্সিহিমোগ্লোবিনের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল। Representative Image
advertisement
5/8
ডাক্তার রিচা বলেছেন, তরুণীর মৃত‍্যুর কারণ এক প্রাণঘাতী গ‍্যাস। কার্বন মনোক্সাইড (CO)। । কার্বন মনোক্সাইড একটি গন্ধহীন, রঙহীন এবং অত্যন্ত বিপজ্জনক গ্যাস। এই গ্যাস বাথরুমে থাকা গ্যাস গিজার থেকে বের হচ্ছিল এবং এর কারণে বাথরুমে অক্সিজেনের অভাব হয়ে যায়। Representative Image
advertisement
6/8
চিকিত্‍সক সতর্ক করলেন প্রায়ই বন্ধ বাথরুমে গ্যাস গিজার জ্বালানোর ফলে এই গ্যাস ধীরে ধীরে জমা হয় এবং ব্যক্তির শ্বাস নিতে সমস্যা হয়। অনেক সময় এটি বোঝা যায় না এবং মানুষ অজ্ঞান হয়ে পড়ে। সময়মতো চিকিৎসা না পেলে মৃত্যুও হতে পারে। তাই স্নানের সময় কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত, তাও তিনি জানিয়ে দিলেন Representative Image
advertisement
7/8
ভেন্টিলেশন: যদি বাথরুমেও গিজার থাকে, তবে বাথরুমে এক্সজস্ট ফ্যান বা জানালা অবশ্যই থাকা উচিত, যাতে গ্যাস বাইরে বের হতে পারে। গিজার কখনও বন্ধ বাথরুমে লাগাবেন না। চেষ্টা করুন গিজার বাথরুমের বাইরে ফিট করতে। Representative Image
advertisement
8/8
সেন্সর বা অ্যালার্ম লাগান: বাজারে এমন CO গ্যাস ডিটেক্টর পাওয়া যায়, যা গ্যাসের লেভেল বাড়লেই অ্যালার্ট করে দেয়। কম সময়ে স্নান করার চেষ্টা করা উচিত। Representative Image
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bathing Mistakes: স্নান করতে গিয়ে এতক্ষণ কী করছে মেয়ে? দরজা ভাঙতেই দৃশ্য দেখে শিউরে উঠলেন মা! আপনিও করছেন না তো স্নান করতে গিয়ে এই মারাত্মক ভুল? হতে পারে মৃত্যুও