TRENDING:

Bamboo Crockery Set: ভাঙবে না, দামেও সস্তা! খাবার টেবিল সাজান বাহারি বাঁশের বাসনপত্রে

Last Updated:
Bamboo Crockery Set: চিনা মাটির তৈরি বাসনপত্র যেমন ভেঙে যাওয়ার ভয় থাকে, এগুলি সেইভাবে সহজে ভেঙে যাওয়ার ভয় নেই।
advertisement
1/5
ভাঙবে না, দামেও সস্তা! খাবার টেবিল সাজান বাহারি বাঁশের বাসনপত্রে
খাবার টেবিলে ডিনার সেট পুরোনো হয়ে গেছে? নানা রকম ডিনার সেট ব্যবহার করে একঘেয়ে লাগছে? তাহলে আপনার খাবার টেবিল সাজান এইসব থালা বাটি দিয়ে।
advertisement
2/5
যদি আপনি নতুন ডিনার সেট কেনার পরিকল্পনা করছেন, অথবা খাবার টেবিল নতুন ধরনের বাসনপত্রে সাজানোর ইচ্ছা রয়েছে, তাহলে ভরসা রাখতে পারেন ব্যাম্বো ক্রুকারিতে।
advertisement
3/5
ব্যাম্বো ক্রুকারি অর্থাৎ বাঁশের তৈরি থালা, বাটি, কাপ, জলের গ্লাস ইত্যাদি। বাঁশ মেশিনের সাহায্যে গুঁড়ো করে বিশেষ পদ্ধতিতে এই সমস্ত বাসনপত্র তৈরি করা হয়। তার উপর দেওয়া হয় নানা রকম ডিজাইন। যেগুলি পুনর্ব্যবহার যোগ্য।
advertisement
4/5
প্রস্তুতকারক ব্যবসায়ী দীপক খান্ডেওয়াল বলছেন, এই সমস্ত বাসনপত্রগুলি যেমন দেখতে সুন্দর, তেমন দামও কম। আবার চিনা মাটির তৈরি বাসনপত্র যেমন ভেঙে যাওয়ার ভয় থাকে, এগুলি সেইভাবে সহজে ভেঙে যাওয়ার ভয় নেই। এগুলি ইকো ফ্রেন্ডলি। তাই ব্যাম্বো ক্রুকারিতে ব্যবহার করলে সুবিধা অনেক রকম।
advertisement
5/5
তিনি জানিয়েছেন, অনেক সময় এই সমস্ত বাসনপত্র পিস হিসেবে বিক্রি করা হয়। তাছাড়াও কেজি দরে পাওয়া যায় বাঁশের তৈরি বাসনপত্র। পশ্চিমী দেশগুলিতে বাঁশের তৈরি বাসনপত্রের চাহিদা অনেকটাই বেড়েছে। আপনি ই-কমার্স ওয়েবসাইট এবং বিভিন্ন বড় দোকান থেকে এই জিনিস পেয়ে যাবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bamboo Crockery Set: ভাঙবে না, দামেও সস্তা! খাবার টেবিল সাজান বাহারি বাঁশের বাসনপত্রে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল