Baking Soda Benefits: দাঁত, ত্বক, পেটের সমস্যায় দারুণ কাজের বেকিং সোডা! জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Baking Soda Benefits: বেকিং সোডার অনেক গুণ! শরীরের ব্যথা কমাতেও কাজ দেয়! তবে ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে! জানুন চিকিৎসকের মত
advertisement
1/5

বেকিং সোডা দাঁতকে মুক্ত সাদা করতে উপকারী। ১টেবিল চামচ জলের সঙ্গে ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে এই পেস্টটি দাঁতে লাগিয়ে ৫-৭ মিনিটের জন্য রেখে ধুয়ে নিলেই দাঁত দেখাবে ঝকঝকে।
advertisement
2/5
চিকিৎসক অঞ্জলি বক্সী জানান, "বেকিং সোডায় এমন কিছু উপাদান রয়েছে যা প্রদাহনাশক হিসাবে কাজ করে। হার্টের রোগ সামলাতেও বেকিং সোডা কার্যকরী। মানসিক অবসাদ, অ্যালঝাইমার্সের ঝুঁকি কমায় বেকিং সোডা।"
advertisement
3/5
বিরক্তিকর ব্রণ জন্য একটি স্থায়ী সমাধান বেকিং সোডা। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণ প্রতিরোধে সাহায্য করে এবং আপনাকে দেবে মসৃণ, কোমল ত্বক।
advertisement
4/5
কোন পোকামাকড় কামড় দিলে তবে সামান্য জলের সঙ্গে তিন ভাগ বেকিং সোডা মিশিয়ে সেই মিশ্রনের পেস্টটি আঘাত করা জায়গায় লাগিয়ে রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। এতে উপকার মিলবে ভাল।
advertisement
5/5
গ্যাস-অম্বল হল বাঙালি নিত্যদিনের সমস্যা। এই সমস্যা ঠেকাতে অনেকেই ভরসা রাখেন অ্যান্টাসিড-এর উপর। তবে অ্যান্টাসিড স্বাস্থ্যকর রক্ষাকবচ নয়। তার চেয়ে বেকিং সোডা নিয়মিত খেলে গ্যাস-অম্বলের সমস্যা নিমেষে কমে যাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Baking Soda Benefits: দাঁত, ত্বক, পেটের সমস্যায় দারুণ কাজের বেকিং সোডা! জানুন ব্যবহারের সঠিক নিয়ম