TRENDING:

শীতে গাঁটে গাঁটে ব্যথা? আর্থ্রাইটিস না তো! এই সব উপসর্গ দেখলেই তড়িঘড়ি ছুটতে হবে ডাক্তারের কাছে

Last Updated:
আর্থ্রাইটিসের সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব। দ্য আর্থ্রাইটিস ফাউন্ডেশন এই রোগের কিছু উপসর্গের বিষয়ে কথা বলেছে।
advertisement
1/6
গাঁটে গাঁটে ব্যথা? আর্থ্রাইটিস না তো! এই উপসর্গ দেখলেই তড়িঘড়ি ডাক্তার দেখান
বর্তমানে আর্থ্রাইটিস অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর্থ্রাইটিস হল আসলে গাঁটের সাধারণ সমস্যা। যার জেরে এক অথবা একাধিক গাঁট ফোলে এবং তাতে যন্ত্রণা হয়। অনেকেই হয়তো ভাবেন যে, আর্থ্রাইটিস হয়তো বয়স হলেই হানা দেয়। বিষয়টা কিন্তু আদতে তেমন নয়। যে কোনও বয়সে যে কারওর ক্ষেত্রেই এই রোগ দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের দাবি, মূলত বয়স্ক বা প্রবীণদের মধ্যেই এই রোগের ঝুঁকি বেশি থাকে। তবে যাঁদের পরিবারে এই রোগের ইতিহাস রয়েছে, তাঁদের ক্ষেত্রেও এই রোগ দেখা দিতে পারে। এখানেই শেষ নয়, যাঁদের জয়েন্টে কোনও ক্ষত রয়েছে অথবা যাঁরা অতিরিক্ত ওজন বা ওবেসিটির সমস্যায় জেরবার, তাঁদের ক্ষেত্রেও আর্থ্রাইটিসের ঝুঁকি থেকেই যায়। আর আর্থ্রাইটিস থাকলে যে জীবন শেষ, এমনটা একেবারেই নয়। ফলে বোঝাই যাচ্ছে যে, আর্থ্রাইটিসের সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব। দ্য আর্থ্রাইটিস ফাউন্ডেশন এই রোগের কিছু উপসর্গের বিষয়ে কথা বলেছে।
advertisement
2/6
ক্রমাগত যন্ত্রণা: আর্থ্রাইটিসের সব থেকে সাধারণ উপসর্গই হল গাঁটে গাঁটে ব্যথা। ওই প্রতিষ্ঠানের বক্তব্য, আর্থ্রাইটিসের ব্যথা অবিরাম হতে থাকতে পারে। আবার অনেকের ক্ষেত্রেই এই যন্ত্রণা কখনও কখনও শুরু হওয়ার কিছু ক্ষণ পরেই গায়েব হয়ে যায়। অবশ্য পরে তা আবার ফিরে আসে। এখানেই শেষ নয়, এই ব্যথা কিন্তু বিশ্রাম নেওয়ার সময়ও হতে পারে, আবার কাজকর্ম করার সময়েও হতে পারে। কখনও কখনও এই ব্যথা শরীরের একটা নির্দিষ্ট স্থানেই হয়, তো কখন কখনও আবার শরীরের নানা জায়গাতেই এই ব্যথা হতে পারে।
advertisement
3/6
সকালের দিকে যদি শরীরে একটা কাঠিন্য অনুভূত হয়, গাঁটে গাঁটে শক্ত ভাব আসে, এই অবস্থাটা যদি এক ঘণ্টারও বেশি স্থায়ী হয়, তাহলে সেটাকে আর্থ্রাইটিস হিসেবেই সন্দেহ করা হবে। এটা আর্থ্রাইটিসের অন্যতম উপসর্গ। সকালে ঘুম থেকে ওঠার পরে, কিংবা ডেস্কে অনেক ক্ষণ বসে কাজ করা অথবা ঘণ্টার পর ঘণ্টা ধরে গাড়ি চালালে এই সমস্যা দেখা দিতে পারে।
advertisement
4/6
ফোলা ভাব এবং প্রদাহ:আর্থ্রাইটিসের ক্ষেত্রে গাঁটে অথবা জয়েন্টে ফোলা ভাব এবং প্রদাহ দেখা দেয়। ওই আর্থ্রাইটিসের ওই প্রতিষ্ঠানের বক্তব্য, কয়েক ধরনের আর্থ্রাইটিসের ক্ষেত্রে আবার আক্রান্ত জয়েন্ট সংলগ্ন ত্বক লাল হয়ে যায় এবং ফুলে ওঠে। আর সেই জায়গাটায় হাত দিলেই গরম অনুভূত হয়। এই ধরনের সমস্যা যদি তিন দিন অথবা তার বেশি সময় ধরে স্থায়ী হয়, অথবা যদি সমস্যাটা মাসে তিন বারেরও বেশি হয়, তবে সে-ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে।
advertisement
5/6
চেয়ার থেকে ওঠাই দুষ্কর: অনেক সময় শরীরের গাঁটে এমন ব্যথা হতে পারে, যার কারণে কাজ করতে করতে চেয়ার থেকে ওঠাই দুষ্কর হয়ে উঠতে পারে। এটাও গাঁটে ব্যথা বা আর্থ্রাইটিসের লক্ষণ হতে পারে। এমন উপসর্গ দেখা দিলে অবিলম্বে ডাক্তারের কাছে যেতে হবে।
advertisement
6/6
কী কী করণীয়: আর্থ্রাইটিসের যে কোনও একটা উপসর্গ চোখে পড়লেই রোগ নির্ণয়ের জন্য ডাক্তারের দ্বারস্থ হতে হবে। আসলে প্রায় একশোরও বেশি ধরনের আর্থ্রাইটিস রয়েছে। ফলে কার শরীরে কোন ধরনের আর্থ্রাইটিস রয়েছেন, তা নির্ণয় করতে পারবেন একমাত্র ডাক্তারবাবুরাই। কোন ধরনের আর্থ্রাইটিস রয়েছে, সেটা নির্ণয় করে তবেই চিকিৎসা করতে পারবেন ডাক্তারবাবুরা। এমনকী আর্থ্রাইটিস না থাকলেও সেটাও বলতে পারবেন একমাত্র তাঁরাই। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
শীতে গাঁটে গাঁটে ব্যথা? আর্থ্রাইটিস না তো! এই সব উপসর্গ দেখলেই তড়িঘড়ি ছুটতে হবে ডাক্তারের কাছে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল