Herb to Cure Arthritis and IBS: ঝোপঝাড়ে বেড়ে ওঠে অবহেলায়! উপকারিতায় ভরা এই ভেষজ গাছেই সস্তায় নির্মূল পেটের সব রোগ ও গাঁটের বাত
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Herb to Cure Arthritis and IBS: বাংলায় একে বলা হয় হুরহুরে ফুল। পুষ্টিবিদ পূর্বী ভাট এই ওষধির গুণাগুণের কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায়। জানিয়েছেন কেন খেতেই হবে এটা।
advertisement
1/8

ছাই উড়িয়ে যেমন অমূল্য রতন পাওয়া যায়, ঠিক তেমনই আশেপাশে ঝোপঝাড়েই থাকে অত্যন্ত প্রয়োজনীয় ভেষজ।
advertisement
2/8
সেরকমই একটি ফুল হল অজগন্ধা। এই ওষধির ইংরেজি নাম স্পাইডার ফ্লাওয়ার। বিজ্ঞানসম্মত নাম ক্লেওম গাইন্যান্ড্রা।
advertisement
3/8
এছাড়াও হুলহুল, ভেলাকুরা, নাল্লাভেল্লাই-সহ একাধিক নামে পরিচিত। বাংলায় একে বলা হয় হুরহুরে ফুল। পুষ্টিবিদ পূর্বী ভাট এই ওষধির গুণাগুণের কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায়। জানিয়েছেন কেন খেতেই হবে এটা।
advertisement
4/8
অজগন্ধা অন্যতম শক্তিশালী অ্যান্টিইনফ্লেম্যাটরি। আয়ুর্বেদশাস্ত্রে আইবিএস ও আর্থ্রাইটিস সমস্যায় কার্যকর এই ভেষজ।
advertisement
5/8
ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম এবং আয়রনে ভরা এই ওষধি গাছ সদ্য মা হয়েছেন এমন মহিলাদের ব্রেস্টমিল্কের পরিমাণ বৃদ্ধি করে।
advertisement
6/8
অজগন্ধার পাতার রস পান করুন। তাহলে নানা শারীরিক সমস্যা দূর হয়।
advertisement
7/8
অজগন্ধা গাছে উজ্জ্বল একাধিক রঙের ফুল হয়। বরবটির মতো লম্বা ফলের মধ্যে থাকে বীজ।
advertisement
8/8
এই গাছের বীজের চূর্ণ বা বীজ থেকে নিষ্কাশিত তেল ব্যবহৃত হয় ব্যথানাশক ও কৃমিরোধী হিসেবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Herb to Cure Arthritis and IBS: ঝোপঝাড়ে বেড়ে ওঠে অবহেলায়! উপকারিতায় ভরা এই ভেষজ গাছেই সস্তায় নির্মূল পেটের সব রোগ ও গাঁটের বাত