'এই' গাছের ছাল, করবে কামাল! চুল পড়ার থেকে পেটের সমস্যা হবে বহু রোগের মুক্তি
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
বাবলা গাছের ছালে থাকা অ্যানালজেসিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রপাটিজ গলা ব্যথায় খুবই কার্যকরী। আয়ুর্বেদ বহু বছর ধরে ওষুধ তৈরিতে বাবলার ছাল ব্যবহার করা হয়। লখনউয়ের আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতালের আয়ুর্বেদাচার্য চিকিৎসক সর্বেশ কুমার এবিষয়ে জানিয়েছেন।
advertisement
1/7

আমাদের চারপাশে এমন অনেক জিনিস রয়েছে, যেগুলোর প্রচুর আয়ুর্বেদিক গুরুত্ব রয়েছে। এ রকম অনেক গাছ ও গাছের উল্লেখ আছে, যার সব অংশই উপকারী। কিন্তু এখানে এমন একটি গাছের কথা উল্লেখ করা হয়েছে যার ছাল খুবই উপকারী।
advertisement
2/7
বাবলা গাছের ছালের কথা বলা হচ্ছে। এতে থাকা অ্যানালজেসিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রপাটিজ গলা ব্যথায় খুবই কার্যকরী। আয়ুর্বেদ বহু বছর ধরে ওষুধ তৈরিতে বাবলার ছাল ব্যবহার করা হয়। লখনউয়ের আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতালের আয়ুর্বেদাচার্য চিকিৎসক সর্বেশ কুমার এবিষয়ে জানিয়েছেন।
advertisement
3/7
আয়ুর্বেদাচার্যের মতে টুথপেস্ট তৈরিতেও বাবলার ছাল ব্যবহার করা হয়। এটি মাড়ি ও দাঁত সুস্থ রাখে। এটি মাড়ির রোগের সঙ্গে লড়াই করে। দাঁত পরিষ্কার করতে এবং দাঁতের ব্যথা নিরাময়ে সাহায্য করে। এছাড়া দাঁত পরিষ্কার করতে বাবলা টুথপিকও বেশ উপকারী।
advertisement
4/7
আয়ুর্বেদাচার্য সর্বেশ কুমারের মতে, বাবলা পাতা ক্ষত সারাতে খুবই উপকারী। বাবলা পাতায় এবং বাকল এন্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা রক্তপাত এবং সংক্রমণ নিয়ন্ত্রণে সাহায্য করে যা ক্ষত নিরাময়ে সাহায্য করে। ক্ষত দ্রুত সারাতে বাবলা পাতার গুঁড়া অল্প পরিমাণে নিয়ে তার ওপর দিন, উপকার পাবেন।
advertisement
5/7
চুল পড়া রোধে বাবলা পাতা উপকারী। চুল পড়া রোধ করতে বাবলা পাতার পেস্ট তৈরি করে মাথায় লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন, উপকার পাবেন।
advertisement
6/7
বাবলা পাতায় শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের নানা সমস্যায় কার্যকরী। এছাড়াও বাবলা পাতা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
advertisement
7/7
চিকিৎসক সর্বেশ কুমার বলেন, বাবলা পাতার ক্বাথ ব্যাকটেরিয়া এবং পেটের সংক্রমণ সারাতে পারে। এটি পেট খারাপ সমস্যায় খুবই উপকারী, তাই ডায়রিয়ার চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। (দাবিত্যাগ: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন ।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
'এই' গাছের ছাল, করবে কামাল! চুল পড়ার থেকে পেটের সমস্যা হবে বহু রোগের মুক্তি