Amavasya 2024 Date and Timing: ২০২৪-এর প্রথম অমাবস্যা কবে? জানুন মৌনী অমাবস্যা, সোমবতী অমাবস্যার দিনক্ষণ নিয়ে পঞ্জিকা কী বলছে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Amavasya 2024 Date and Timing: নতুন বছরের প্রথম অমাবস্যা কবে? জানুন বাকি অমাবস্যা তিথি কবে পড়েছে, নির্ঘণ্ট নিয়ে জানুন পঞ্জিকা কী বলছে।
advertisement
1/13

নতুন বছরের প্রথম অমাবস্যা পড়েছে ১০ জানুয়ারি। পৌষমাসের এই অমাবস্যা শুরু হবে ১০ তারিখ দুপুর ৩.৪০ মিনিটে। থাকবে পর দিন দুপুর ১২.৫৬ পর্যন্ত।
advertisement
2/13
মাঘী অমাবস্যা পালিত হবে ৯ ফেব্রুয়ারি। সেদিন কাকভোর ৩.৩২ মিনিটে শুরু হবে এই তিথি। থাকবে রাত ১১.৫৮ পর্যন্ত। এই তিথি মৌনী অমাবস্যা।
advertisement
3/13
ফাল্গুনী অমাবস্যা পড়েছে ১০ মার্চ। আগের দিন দুপুর ১.৪৭ মিনিটে লাগছে এই তিথি। থাকবে পরের দিন সকাল ৯.৫৯ পর্যন্ত।
advertisement
4/13
চৈত্রের অমাবস্যা পালিত হবে ৮ এপ্রিল। আগের দিন রাত ১০.৫১ মিনিটে শুরু হবে এই তিথি। থাকবে ৮ তারিখ সন্ধ্যা ৭.২০ পর্যন্ত। সোমবতী অমাবস্যা বলে পরিচিত এই তিথি।
advertisement
5/13
৭ মে পড়েছে বৈশাখী অমাবস্যা। সেদিন সকাল ৭.১০ মিনিটে লাগছে এই তিথি। থাকবে পরের দিন ভোর ৪.২১ পর্যন্ত।
advertisement
6/13
জ্যৈষ্ঠের অমাবস্যা লাগছে ৫ জুন দুপুর ৩.২৪ পর্যন্ত। এই তিথি থাকছে পর দিন ৬ জুন দুপুর ১.৩৭ পর্যন্ত।
advertisement
7/13
আষাঢ় অমাবস্যা শুরু হচ্ছে ৫ জুলাই, রাত ১২.২৭ মিনিটে। এই তিথি থাকবে ১১.৫৬ মিনিটে।
advertisement
8/13
৩ অগাস্ট সকাল ১১.২০ মিনিটে শুরু শ্রাবণ অমাবস্যা। থাকবে পর দিন দুপুর ১২.১২ পর্যন্ত। এই তিথি হরিয়ালী অমাবস্যা।
advertisement
9/13
ভাদ্রের অমাবস্যা পালিত হবে ৩ সেপ্টেম্বর। তার আগের দিন রাত ১২.৫১ মিনিটে শুরু হবে অমাবস্যা। থাকবে পর দিন রাত ২.৫৪ পর্যন্ত। এই তিথি সোমবতী অমাবস্যা।
advertisement
10/13
২ অক্টোবর পড়েছে আশ্বিনী অমাবস্যা। সেদিন সন্ধ্যা ৭.৪৮ পর্যন্ত আছে এই তিথি। শুরু হচ্ছে আগের দিন বিকেল ৫.০৯ মিনিটে। সেদিনই মহালয়া।
advertisement
11/13
কার্তিকের অমাবস্যা শুরু হচ্ছে ৩১ অক্টোবর সকাল ১১.২২ মিনিটে। থাকবে ১ নভেম্বর দুপুর ১.৪৬ পর্যন্ত। সেদিনই পালিত হবে এই তিথি।
advertisement
12/13
মার্গশীর্ষ বা অগ্রহায়ণের অমাবস্যা পালিত হবে ৩০ নভেম্বর। সেদিন ভোর ৫.৫৯ মিনিটে শুরু এই তিথি। থাকবে পর দিন সকাল ৭.২০ মিনিটে।
advertisement
13/13
চলতি বছরের ৩০ ডিসেম্বর পালিত হবে পৌষ অমাবস্যা। আগের দিনে তিথি শুরু হবে রাত ১১.৩১ মিনিটে। থাকবে ৩০ তারিখ রাত ১১.২৬ পর্যন্ত। এই তিথি সোমবতী অমাবস্যা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Amavasya 2024 Date and Timing: ২০২৪-এর প্রথম অমাবস্যা কবে? জানুন মৌনী অমাবস্যা, সোমবতী অমাবস্যার দিনক্ষণ নিয়ে পঞ্জিকা কী বলছে