Benefit of Tree: ডায়াবেটিসর যম! অতি পরিচিত এই গাছের ফেলা যায় না কিছুই! ৯৯% মানুষই জানেন না, একমাত্র বুদ্ধিমান হলেই বলতে পারবেন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
এই গাছ বাড়ির যে কোন জায়গায় জন্মায়। এই গাছের জন্য আলাদা করে সেভাবে খরচ করতে হয় না। কম খরচে সারা বছর ফল পাওয়া যায়।
advertisement
1/5

একটি গাছ যা আমাদের শরীরে বিভিন্ন পুষ্টিকর খাবারের উৎস। এই গাছ বাড়ির যে কোন জায়গায় জন্মায়। এই গাছের জন্য আলাদা করে সেভাবে খরচ করতে হয় না। কম খরচে সারা বছর ফল পাওয়া যায়। (সুমন সাহা)
advertisement
2/5
এ গাছ হল কলা গাছ। কলা গাছের শুধু ফল কলা নয় এর ফুল পাতা কাণ্ড সবই মানুষের খাওয়ার কাজে বা ব্যবহারে লাগে। শরীরের বিভিন্ন রোগ থেকে নিরাময় করতে পারে। বিশেষজ্ঞদের মতে কলাগাছ ভিটামিনে ভরপুর কলাতে রয়েছে পটাশিয়াম এবং কলার কাণ্ড থোর ডাইবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী।
advertisement
3/5
কলা গাছের ফুল মোচা শরীরের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যায় ভোগেন এই মোচা নিয়মিত খেলে শরীরের বিভিন্ন বিষাক্ত উপাদান গুলি দূর করতে বিশেষভাবে সাহায্য করে।
advertisement
4/5
চিকিৎসকদের মতে কলা গাছের কাণ্ড থোর কিডনিতে পাথর জমা তাছাড়া যাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কম তাই এই কলা গাছের থোর খেলে এই সমস্ত রোগের বাধা দিতে পারে এবং নিরাময়ের অনেকটাই কাজে আসে মানবদেহের।
advertisement
5/5
এই কাছে কোন কিছুই ফেলা যায় না বর্তমানে এই কলা গাছের আঁশ দিয়েই আবারও তৈরি হচ্ছে সুতো। সবকিছুই ব্যবহার করার পর ফেলে দেয়া কলা গাছের আঁশ দিয়েই এই সুতো বাজারে পরিবেশবান্ধব সুতো হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefit of Tree: ডায়াবেটিসর যম! অতি পরিচিত এই গাছের ফেলা যায় না কিছুই! ৯৯% মানুষই জানেন না, একমাত্র বুদ্ধিমান হলেই বলতে পারবেন