Air Condition: AC কেনার সময় ৫টি ভুলে করেন ৯৯ শতাংশ মানুষই! গরমে আরামের বদলে চাপ বেড়ে যায়, আপনি এই এক ফাঁদে পা দেবেন না
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
AC Buying Tips: গরমে মানুষ এসি কেনার পরিকল্পনা করেছেন। আপনিও যদি তাদের একজন হয়ে থাকেন তবে এই খবরটি আপনার জন্য৷
advertisement
1/7

তীব্র গরমে এসি বসাবেন বাড়িতে? আবহাওয়া দফতর জানিয়েছে যে এই সবে শুরু৷ তীব্র দাবদাহ চলবে এখন টানা কয়েক সপ্তাহ৷ ফলে এই সময় এসি না থাকলে রাতের নিশ্চিন্তের ঘুম একেবারেই নয়৷ তবে আপনি যদি একটি এসি কিনতে যান, তবে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, তা না হলেই পড়বেন চাপে৷
advertisement
2/7
এপ্রিলের শুরু থেকেই তাপদাহের দাপট। দেশের অনেক শহরেই তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে মানুষ এসি কেনার পরিকল্পনা করেছেন। আপনিও যদি তাদের একজন হয়ে থাকেন তবে এই খবরটি আপনার জন্য৷
advertisement
3/7
ঘরের আকার অনুযায়ী এসি কিনুন। ধরুন আপনার ঘর যদি ১২০ বর্গফুট জায়গার হয়, তাহলে ১ টন ক্ষমতা সম্পন্ন একটি এসি ঠিক হবে। এর থেকে বেশি বড় ঘর হলে, আরও বেশি ক্ষমতার এসি কিনুন, ঘর ঠান্ডা হবে নিমেষে৷
advertisement
4/7
এসি কেনার সময়, ৫ স্টার রেটিং এর যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। যত বেশি রেটেড এসি কিনবেন, তত বেশি বিদ্যুৎ সাশ্রয় হবে৷
advertisement
5/7
বড় রুম বা হলের জন্য এসি কিনতে হলে ফ্লোর স্ট্যান্ডিং এসি কিনতে পারেন৷ ফলে বড় হলের কোনও এক জায়গায় আপনি এই এসি রাখতে পারেন৷ কোনও সমস্যা হবে না৷
advertisement
6/7
এসির প্রকারভেদ, উইন্ডো নাকি স্প্লিট এসি? উইন্ডো এসি সবচেয়ে ভাল কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে কোনও সমস্যা নেই, কিন্তু Samsung এর মতো বড় কোম্পানিগুলো এখন উইন্ডো এসি বানানো প্রায় বন্ধ করে দিয়েছে। তাই স্প্লিট এসি কিনতে পারেন।
advertisement
7/7
আজকাল এমন এসিও বাজারে বিক্রি হচ্ছে যা শুধু ঘরকে ঠান্ডা করে না ঘরের বাতাসও পরিষ্কার করে। এছাড়াও, এমন এসিও রয়েছে যা পোকামাকড় তাড়ায়।Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Air Condition: AC কেনার সময় ৫টি ভুলে করেন ৯৯ শতাংশ মানুষই! গরমে আরামের বদলে চাপ বেড়ে যায়, আপনি এই এক ফাঁদে পা দেবেন না