TRENDING:

Jhargram: জঙ্গলমহলে কংসাবতী ক্যানেলের নিকটে বিভিন্ন ভেষজ উদ্ভিদের সমাহার গড়ে উঠেছে ভেষজ উদ্যান

Last Updated:
Jhargram: বিভিন্ন ভেষজ উদ্ভিদের উপস্থিতিতে এই ভেষজ উদ্যান তৈরি করে রাজ্য সরকারের বনদফতরের সিলভিকালচার (সাউথ) ডিভিশনের ঝাড়গ্রাম রিসার্চ রেঞ্জ। 
advertisement
1/7
জঙ্গলমহলে কংসাবতী ক্যানেলের নিকটে বিভিন্ন ভেষজ উদ্ভিদের সমাহার গড়ে উঠেছে ভেষজ উদ্যান
*ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: জঙ্গলমহলের একটি অরন্যে রয়েছে প্রায় ৭০০ প্রজাতির ভেষজ উদ্ভিদ। জানা ছিল না তো? পশ্চিমবঙ্গ সরকারের বন দফতরের অরণ্য পালন বিভাগের উদ্যোগে এই ভেষজ উদ্যান গড়ে তোলা হয়েছে।
advertisement
2/7
*কলকাতার খুব কাছেই রয়েছে এই ভেষজ উদ্ভিদের মনোরম বাগান যেখানে বৃক্ষ, গুল্ম লতা-সহ বিভিন্ন প্রজাতির ৭০০-এরও বেশি ভেষজ উদ্ভিদ রয়েছে।
advertisement
3/7
*সামনের লাল কাঁকুরে রাস্তায় সারিতে সারিতে গাছেরা যেন আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্য, জঙ্গলমহলের এই জায়গায় গেলে মিলবে শান্তি। নেই ভীড়, মুক্ত পরিবেশ অদ্ভুত এক নিরাবতা বিরাজমান। শুধু মাত্র পাখির কলকাকলি আর বয়ে চলা বাতাসে গাছের শাখায় শাখায় ফিসফিসানি।
advertisement
4/7
*প্রতিটি ভেষজ উদ্ভিদের পাশেই লেখা রয়েছে তার আঞ্চলিক নাম, বিজ্ঞানসম্মত নাম, ভেষজ উদ্ভিদের গুণাবলী এবং কী কী রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সেই ভেষজ উদ্ভিদ সেবন করা উচিত। পর্যটকরা চাইলে বাগান থেকে গাছও কিনতে পারেন।
advertisement
5/7
*ঝাড়গ্রামের আমলাচটিতে ৬৭ হেক্টর জায়গা জুড়ে আমলাচটি ভেষজ উদ্যান। পশ্চিমবঙ্গ বন দফতরের অরণ্য পালন বিভাগের দক্ষিণবঙ্গ শাখার আওতায় রয়েছে আমলাচটি ভেষজ উদ্যান।
advertisement
6/7
*এক হেক্টর জায়গা জুড়ে রয়েছে ২৪ প্রজাতির বাঁশের বাগান। লালিবাঁশ, ভালকি, লাঠা, রেগুন, কাঁটা, বোম্বে, ঘটি-সহ বিভিন্ন প্রজাতির বাঁশ। ১ হেক্টর জমিতে রয়েছে পিয়াশাল, আম, গাভ, সিঁদুরে, হরিতকি, রক্তচন্দন, সেগুন গাছ।
advertisement
7/7
*শহরের কোলাহল মুখর পরিবেশের ঠিক বিপরীতে নির্জনে কিছুটা অবকাশ কাটানোর আদর্শ জায়গা এই আমলাচটি ভেষজ উদ্যান ও তার সংলগ্ন সমগ্র অঞ্চলটি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jhargram: জঙ্গলমহলে কংসাবতী ক্যানেলের নিকটে বিভিন্ন ভেষজ উদ্ভিদের সমাহার গড়ে উঠেছে ভেষজ উদ্যান
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল