TRENDING:

2026 Holiday Calendar: ১২ মাসে ৯ লং উইকএন্ড! ২০২৬ সালে স্কুল, কলেজ, অফিসের ছুটির তালিকা লম্বা, দেখে নিন সম্পূর্ণ লিস্ট

Last Updated:
2026 Holiday Calendar: রা বছরে কী কী ছুটি আপনার হাতে রয়েছে জানা থাকলে আগে থেকেই সাজিয়ে রাখতে পারেন পরিকল্পনা। সেই পরিকল্পনা একলা বেরিয়ে পড়ার হতে পারে। স্কুল, কলেজ, অফিসে কোন কোন দিন ছুটি পাবেন? জানুন...
advertisement
1/11
১২ মাসে ৯ লং উইকএন্ড! ২০২৬ সালে স্কুল, কলেজ, অফিসের ছুটির তালিকা লম্বা, দেখে নিন লিস্ট
*২০২৬ সালে লম্বা উইকএন্ড বা লং উইকএন্ডে অনেক। ২০২৬-এর ক্যালেন্ডার জুড়ে ছোট, বড় নানা মাপের সপ্তাহান্ত ছুটি রয়েছে। এই সব তালিকাভুক্ত ছুটির সঙ্গে এক-দু’দিন ছুটি নিয়ে ফেলতে পারলেই কেল্লাফতে! চোখ বুলিয়ে নিন 'ছুটির ক্যালেন্ডার' থেকে।
advertisement
2/11
*পরিকল্পনার কোনও বিকল্প হয় না। সারা বছরে কী কী ছুটি আপনার হাতে রয়েছে জানা থাকলে আগে থেকেই সাজিয়ে রাখতে পারেন পরিকল্পনা। সেই পরিকল্পনা একলা বেরিয়ে পড়ার হতে পারে। আবার পরিবার-পরিজন বা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোরও হতে পারে।
advertisement
3/11
*২০২৬-এর যাত্রা শুরুর আগেই তাই রইল বছরের ন’টি দীর্ঘ ছুটির তালিকা।
advertisement
4/11
*জানুয়ারিঃ অফিসে একটি ছুটি নিয়ে নিতে পারলে জানুয়ারিতেই হাতে পেতে পারেন চারদিনের লম্বা ছুটি। এই ছুটিতে শান্তিনিকেতন কিংবা পুরুলিয়ার মতো জায়গায় ঘুরে আসতেই পারেন। ২৬ জানুয়ারি সোমবার প্রজাতন্ত্র দিবসের ছুটি। ২৪ এবং ২৫ জানুয়ারি হল শনি এবং রবিবার। ২৩ তারিখ শুক্রবার একটা ছুটি নিয়ে নিতে পারলেই প্ল্যান রেডি। এই ছুটিতে পকেট ভর্তি থাকলে ঘুরে নিতে পারেন মেঘালয়, পুদুচেরী বা ব্যাঙ্কক, মলদ্বীপও।
advertisement
5/11
*মার্চঃ মার্চে দু’দিনের ছুটি নিতে পারলেই পাঁচ দিনের লম্বা ছুটি রেডি হয়ে যাবে। ৪ মার্চ বুধবার হোলির ছুটি। তার আগে ২ মার্চ আর ৩ মার্চ অর্থাৎ সোমবার আর মঙ্গলবার ছুটি নিয়ে নিলেই শনি থেকে বুধ একটা লম্বা ছুটি। এই ছুটিতে ঘুরে আসতে পারেন রাজ্য বা দেশের যে কোনও জায়গা থেকেই। পকেটের অবস্থা বুঝে প্ল্যান করে নিন।
advertisement
6/11
*এপ্রিলঃ ৩ তারিখ গুড ফ্রাইডে। তার পরের শনি এবং রবিবারের সপ্তাহান্ত থাকছে।
advertisement
7/11
*মেঃ ১ মে শ্রমিক দিবস শুক্রবার। কাছেপিঠে কোথাও ঘুরতে যেতে চাইলে ১ থেকে ৩ মে, তিন দিনের ছুটি।
advertisement
8/11
*অগাস্টঃ ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস শনিবার। শুক্রবার একটা ছুটি নিয়ে নিলেও অগাস্টেও সপ্তাহান্তের তিন দিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন কাছেপিঠে কোথাও। বর্ষার পাহাড় মোহময়ী, প্ল্যানে রাখতে পারেন দার্জিলিং, সিকিমের কোনও অফবিট জায়গা থেকে।
advertisement
9/11
*অক্টোবরঃ ২ অক্টোবর শুক্রবার গান্ধি জয়ন্তীর ছুটি। সঙ্গে ৩ অক্টোবর আর ৪ অক্টোবর মিলিয়ে নিলেই শুক্র থেকে রবি, একটা লম্বা ছুটি পেয়ে যাবেন। এখানেই শেষ নয়, ২০ অক্টোবর মঙ্গলবার দশমী বা দশেরার ছুটি। ১৯ অক্টোবর সোমবার একটা ছুটি নিতে পারলেই ১৭ অক্টোবর শনিবার থেকে ২০ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত চার দিনের লম্বা ছুটি।
advertisement
10/11
*নভেম্বরঃ দীপাবলি ৮ নভেম্বর রবিবার। পরের দিন ৯ তারিখ একটা ছুটি নিয়ে নিলেই ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বরের একটা তিন দিনের ছুটি।
advertisement
11/11
*ডিসেম্বরঃ ২৫ ডিসেম্বর শুক্রবার বড়দিন। ২৪ তারিখ বৃহস্পতিবার একটা ছুটি নিলে সেদিন থেকে ২৭ ডিসেম্বর রবিবার পর্যন্ত চারদিনের লম্বা ছুটি। বছরশেষে চারদিনের ছুটি দার্জিলিং কিংবা কালিম্পঙে কাটাতেই পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
2026 Holiday Calendar: ১২ মাসে ৯ লং উইকএন্ড! ২০২৬ সালে স্কুল, কলেজ, অফিসের ছুটির তালিকা লম্বা, দেখে নিন সম্পূর্ণ লিস্ট
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল