বিশ্বকাপ মহাযজ্ঞের প্রধান লুজনিকি স্টেডিয়ামের সফর সেরে নিন এক ক্লিকে
Last Updated:
advertisement
1/11

এই মাঠের বোল্টের বিদ্যুৎ হওয়ার গল্প। এই মাঠেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তারকা হওয়ার কাহিনি। এই মাঠ রুশ রাজধানী –র সেরা স্টেডিয়াম লুজনিকি ৷ Photo Courtesy -FIFA
advertisement
2/11
এই মাঠ সাক্ষী উনিশশো আশির সেই বিতর্কিত অলিম্পিকের। সেই লুজনিকি স্টেডিয়াম তৈরি মস্কোয় বিশ্বযুদ্ধের জন্য। File Photo
advertisement
3/11
রাশিয়ার সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। ইউরোপের অন্যতম বড় স্টেডিয়ামও। মাঠের মধ্যে বিশ্বকাপ দেখতে পারবেন মোট ৮১ হাজার ফুটবলপ্রেমী। File Photo
advertisement
4/11
উদ্বোধন ও ফাইনাল সহ মোট ৭টি ম্যাচ হবে মস্কোর এই মাঠে। এই মাঠ থেকেই বিশ্বকাপ শুরু করবে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। File Photo
advertisement
5/11
লুজনিকি স্টেডিয়ামে গ্রুপ লিগের ম্যাচ শুরু ১৪ জুন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দেশ রাশিয়া ও সৌদি আরব। File Photo
advertisement
6/11
প্রাথমিক রাউন্ডের আরও যে ম্যাচগুলি এই স্টেডিয়ামে রয়েছে, সেগুলি হল ১৭ জুন জার্মানি বনাম মেক্সিকো। ২০ জুন পর্তুগাল বনাম মরক্কো। ২৬ জুন ফ্রান্সের প্রতিপক্ষ ডেনমার্ক। File Photo
advertisement
7/11
এছাড়াও ১ জুলাই প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ। ১১ জুলাই এই মাঠে হবে একটি সেমিফাইনাল। File Photo
advertisement
8/11
১৫ জুলাই ফুটবল দুনিয়া তাকিয়ে থাকবে এই মাঠের দিকেই। কারণ, ওই দিন বিশ্বকাপের ফাইনাল। File Photo
advertisement
9/11
২৩ ডিসেম্বর উনিশশো চুয়ান্ন সালে প্রথমবার স্টেডিয়ামের গেট খুলেছিল। এরপর বাকিটা ইতিহাস। File Photo
advertisement
10/11
এই মাঠ সাক্ষী গত শতাব্দীর সবচেয়ে বিতর্কিত অলিম্পিক্সের। দশ বছর আগে এই মাঠ থেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নতুন তারকা হওয়ার রূপকথা। File Photo
advertisement
11/11
পাঁচ বছর আগে এই মাঠে ৯.৭৭ সেকেন্ড সময় করে উসেইন হলেন বিদ্যুৎ বোল্ট। তবে সেই সব কিছু ছাপিয়ে যাবে যখন বিশ্বকাপের ফাইনাল আয়োজন হবে এই মঞ্চে ৷ File Photo