West Bengal Weather | Cyclone Update: সেই অভিশপ্ত মে! ঝড়-বৃষ্টি-শিলাবৃষ্টির পরে এবার আসছে সাইক্লোন... কবে? বিরাট আপডেট
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
West Bengal Weather | Cyclone Update: কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বিকেল বা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
advertisement
1/9

আজও রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে রয়েছে শিলা বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের দু-এক জেলায় কালবৈশাখীর হতে পারে। আগামিকাল থেকে আবহাওয়ার পরিবর্তন। শুক্রবার থেকে বাড়তে পারে তাপমাত্রা।
advertisement
2/9
৬ মে শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। সোমবারের মধ্যে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। তবে এর থেকে কোন ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে এখনো কোন পূর্বাভাসটাই দেয়নি ভারতের মৌসম ভবন।
advertisement
3/9
যদিও আমেরিকা ও ইউরোপের বিভিন্ন সংস্থা জানাচ্ছে যে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে এবং সেই ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশ ও মায়ানমারের উপকূল বরাবর থাকার সম্ভাবনা।
advertisement
4/9
বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা। আজ বুধবার দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। কোথাও কোথাও দমকা ঝোড়ো হওয়া বইতে পারে৷ দক্ষিণবঙ্গে আজ বিকাল বা সন্ধ্যার দিকে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে।
advertisement
5/9
উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ এবং আগামিকাল উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে। শুক্রবার থেকে পার্বত্য এলাকায় জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
6/9
শুক্রবার ৫ই মে আবহাওয়ার পরিবর্তন হবে। ৬ মে থেকে দিনের তাপমাত্রা বাড়তে থাকবে দক্ষিণবঙ্গে। ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে আগামী তিন চার দিনে। আপাতত তাপপ্রবাহের কোন সম্ভাবনা দিচ্ছে না আবহাওয়াবিদরা।
advertisement
7/9
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বিকেল বা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
advertisement
8/9
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা এক ডিগ্রি সেলসিয়াস নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৩৭ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
9/9
আগামী ৪৮ ঘন্টায় উত্তরাখণ্ডে দুর্যোগপূর্ণ আবহাওয়া। শিলা বৃষ্টি সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী কয়েক দিন পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লী সহ উত্তর-পশ্চিম ভারতের সমতলের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা।