TRENDING:

West Bengal Weather Update: উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন

Last Updated:
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা তেমন নেই। তবে বৃষ্টি শুরু হতে পারে বুধবার থেকে। কলকাতা এবং দক্ষিণের বাকি সব জেলাতেই বুধ এবং বৃহস্পতিবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
1/6
উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে।
advertisement
2/6
আজ, মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কম থাকবে। বুধবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উইকেন্ডে কমবে বৃষ্টি পরিমাণ। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
3/6
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা তেমন নেই। তবে বৃষ্টি শুরু হতে পারে বুধবার থেকে। কলকাতা এবং দক্ষিণের বাকি সব জেলাতেই বুধ এবং বৃহস্পতিবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে টানা এক সপ্তাহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারে ভারী বৃষ্টি চলতে পারে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত। এ ছাড়া, দার্জিলিঙে বুধবার, কালিম্পঙে বৃহস্পতিবার ভারী বর্ষণ হতে পারে। তবে উত্তরবঙ্গের দক্ষিণাংশের তিন জেলা মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে এই মুহূর্তে কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।
advertisement
4/6
মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল দিয়ে বঙ্গোপসাগরে। রাঁচির পর দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। আপার এয়ারে এই সার্কুলেশনটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।
advertisement
5/6
কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশ। আজ, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। আগামিকাল, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। আজ, মঙ্গলবার থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। শনিবার ও রবিবার উইকেন্ডে কমবে বৃষ্টি। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
6/6
কলকাতায় আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল