TRENDING:

ঘূর্ণাবর্ত, অক্ষরেখার প্রভাবে ঝড়-বৃষ্টি চলবে রাজ্যে ! দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

Last Updated:
ঘূর্ণাবর্ত, অক্ষরেখা— এই জোড়া ফলায় রাজ্যে দুর্যোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগের পূর্বাভাস।
advertisement
1/5
ঘূর্ণাবর্ত, অক্ষরেখার প্রভাবে ঝড়-বৃষ্টি চলবে রাজ্যে ! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। যা অসম ও উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্তের উপর দিয়ে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। পুরুলিয়ার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ, মঙ্গলবার ও আগামিকাল, বুধবার দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/5
আজ, মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। অগাস্টের শুরুতেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আরও একটা স্পেলে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামিকাল, বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
advertisement
3/5
ঘূর্ণাবর্ত, অক্ষরেখা— এই জোড়া ফলায় রাজ্যে দুর্যোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগের পূর্বাভাস। আজ, মঙ্গলবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। বাকি জেলাতেও জারি সতর্কতা। বৃষ্টির পাশাপাশি সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাতেও চলবে ঝড়-বৃষ্টি। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
advertisement
4/5
কলকাতায় মূলত মেঘলা আকাশ। বেলার দিকে আংশিক মেঘলা আকাশ। আজ, মঙ্গলবার ও আগামিকাল, বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ, বুধবার বেলার দিকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। আগামিকাল, বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনভর কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে শহরে।
advertisement
5/5
কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৬৯.৩ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/কলকাতা/
ঘূর্ণাবর্ত, অক্ষরেখার প্রভাবে ঝড়-বৃষ্টি চলবে রাজ্যে ! দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল