West Bengal Weather Update: লেপ-কম্বল লাগবে কাজে, সপ্তাহান্তে ফের হাড় কাঁপানো ঠাণ্ডা বাংলায়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আরও কিছুদিন শীতের (Cold) আমেজে কাঁপবে রাজ্য (West Bengal Weather Update), কলকাতার ওয়েদার আপডেট (Kolkata Weather Update) আজ সকালে কুয়াশার জেরে আংশিক মেঘলা আকাশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস যাক স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি৷
advertisement
1/6

আরও কিছুদিন শীতের (Cold) আমেজে কাঁপবে রাজ্য (West Bengal Weather Update), কলকাতার ওয়েদার আপডেট (Kolkata Weather Update) অনুযায়ি কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) উপকূলের জেলা বাদ দিলে বাকি জেলাতে ওয়েদার আপডেটে (Weather Update) এই মুহূর্তে বৃষ্টির (Rain) সম্ভবনা নেই৷ Photo- PTI
advertisement
2/6
কলকাতার ওয়েদার আপডেট (Kolkata Weather Update) অনুযায়ি এখনই ঝকঝকে রোদ না উঠলেও আস্তে আস্তে ঠাণ্ডা (Cold) বাড়বে৷ Photo- File
advertisement
3/6
পশ্চিবঙ্গের ওয়েদার আপডেট (West Bengal Weather Update) বা আবহাওয়ার আপডেট (Weather Update) অনুযায়ি সকালে ঘন কুয়াশার (Fog) চাদর। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার। কোথাও দৃশ্যমানতা তারও নিচে নেমে যাবে। Photo- File
advertisement
4/6
পশ্চিবঙ্গের ওয়েদার আপডেট (West Bengal Weather Update) বা আবহাওয়ার আপডেট (Weather Update) অনুযায়ি বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিং সহ উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায়।
advertisement
5/6
কলকাতা ওয়েদার আপডেট (Kolkata Weather Update) অনুযায়ি আগামীকাল থেকে রাতের তাপমাত্রা কমতে পারে। সপ্তাহান্তে ফিরবে শীতের (Cold) আমেজ। Photo- File
advertisement
6/6
কলকাতায় (Kolkata Weather Update) আজ সকালে কুয়াশার জেরে আংশিক মেঘলা আকাশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস যাক স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি৷ পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট অনুযায়ি আগামী কয়েকদিনও শীতের (Cold) ইনিংস জারি থাকবে বঙ্গে৷ Photo- File