West Bengal Weather Update: হতে পারে শৈত্যপ্রবাহ ! আরও শীত দক্ষিণের জেলায়, আগামী দিনে আরও ঠান্ডা বাড়বে?
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আগামী দিনে আরও জাঁকিয়ে শীত পড়বে দক্ষিণবঙ্গে। সেই শীত স্থায়ী হবে অন্তত আরও পাঁচ দিন। একই সঙ্গে ভোগাবে কুয়াশা। উত্তরবঙ্গেও দাপট থাকবে কুয়াশার। দৃশ্যমানতা নামতে পারে অনেকটাই।
advertisement
1/6

কনকনে ঠান্ডার স্পেল শুরু। জাঁকিয়ে শীতের মরশুম। শনিবার পর্যন্ত এইরকম জমিয়ে শীতের সম্ভাবনা। বেলা পর্যন্ত কলকাতা-সহ বেশ কিছু জেলায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ। শৈত্য প্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি বিভিন্ন জেলাতে। রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। এ সপ্তাহে কলকাতায় ১০ থেকে ১২ ডিগ্রিতে পারদ। আজ, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস নীচে।
advertisement
2/6
আগামী দিনে আরও জাঁকিয়ে শীত পড়বে দক্ষিণবঙ্গে। সেই শীত স্থায়ী হবে অন্তত আরও পাঁচ দিন। একই সঙ্গে ভোগাবে কুয়াশা। উত্তরবঙ্গেও দাপট থাকবে কুয়াশার। দৃশ্যমানতা নামতে পারে অনেকটাই। আগামী চার দিন রাজ্যে রাতের তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তার পরে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। আগামী তিন দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা আগামী তিন দিন স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।
advertisement
3/6
শৈত্য প্রবাহ এবং শীতল দিনের চরম পরিস্থিতি বীরভূম ও পূর্ব বর্ধমান জেলাতে। শীতল দিনের পরিস্থিতি আরও ৬ জেলায়। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে শীতল দিনের পরিস্থিতি থাকবে। এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে এবং স্বাভাবিকের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে। দিনভর শীতের অনুভূতি অনেকটাই বেশি থাকবে। কনকনে ঠান্ডার অনুভূতি। দক্ষিণবঙ্গে আরও দুই দিন শৈত্য প্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি বেশ কিছু জেলায় থাকবে ৷
advertisement
4/6
শনিবার পর্যন্ত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যে। আগামী তিন দিন ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। উত্তরবঙ্গে আজও কাল কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে চার জেলাতে। ঘন কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে কোথাও কোথাও। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কবার্তা। মুর্শিদাবাদ ও নদিয়াতে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে বেলা পর্যন্ত। কলকাতা-সহ বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন আকাশের সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
5/6
কলকাতায় আজ বুধবারও ১০ ডিগ্রির ঘরে পারদ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস নীচে। কলকাতায় কনকনে শীতের মরশুম। গতকাল, সোমবার তাপমাত্রা নেমে ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। সকালের দিকে কুয়াশা বাড়বে। দুপুর পর্যন্ত কুয়াশার সম্ভাবনা। কুয়াশাচ্ছন্ন পরিবেশে ফিল লাইক টেম্পারেচার কমবে। শীতল দিনের মতো পরিস্থিতি। বেলা বাড়লে সূর্যের দেখা মিলতে পারে।
advertisement
6/6
কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এবং আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রি থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।