Weather Update: গরমে অবস্থা কাহিল, ঠিক এই দিনেই রাজ্যে ঢুকছে বর্ষা, জানাল IMDB
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
ঘূর্ণিঝড় ইয়াসের পর থেকেই দুর্বিসহ গরমে কাহিল অবস্থা রাজ্যবাসীর । মাঝেমধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম কমছে না । আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল সাধারণ মানুষ ।
advertisement
1/5

• জুনের তৃতীয় দিনেই কেরলের পথ ধরে বর্ষা পদার্পণ করেছে ভারতে। ইতিমধ্যেই কেরলে (Kerala Monsoon) বর্ষার আগমনে দক্ষিণাংশ বরাবর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু (South West Monsoon) প্রবেশ করেছে। আইএমডির (IMD) তরফে এই রিপোর্ট পেশ করার পাশাপাশি জানানো হয়, কেরল ও কর্ণাটকের বিস্তীর্ণ এলাকার প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর তারই পাশাপাশি বাংলাতেও প্রাক বর্ষার বার্তা দিয়েছে হাওয়া অফিস।
advertisement
2/5
• সাধারণ ভাবে জুনের প্রথম দিকেই রাজ্যে ঢোকে বর্ষা । উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয় প্রথমে । দিন কয়েক পর থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়ে যায় বর্ষার বৃষ্টি । তবে এ বার কিছুটা দেরী করেই বর্ষা ঢুকছে রাজ্যে ।
advertisement
3/5
• উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে । সেই নিম্নচাপের হাত ধরে ১১ জুন রাজ্যে প্রবেশ করবে বর্ষা ।
advertisement
4/5
• বর্ষার আগমণের জেরে উত্তরবঙ্গে টানা ৪৮ ঘণ্টা টানা বৃষ্টিপাত চলতে পারে । দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানা গিয়েছে ।
advertisement
5/5
• বর্ষার আগমণের জেরে উত্তরবঙ্গে টানা ৪৮ ঘণ্টা টানা বৃষ্টিপাত চলতে পারে । দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানা গিয়েছে ।